সমকালীন প্রতিবেদন : গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই কারণে এই দলের হয়ে খেলা প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আর এবার বাংলাদেশ ক্রিকেট দলের তারকা, লেগ স্পিনার রিশাদ হোসেন আইপিএল টুর্নামেন্ট খেলতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন। তার থেকেও বড় কথা, তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে চান।
প্রসঙ্গত, আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডা শহরে আইপিএল টুর্নামেন্টের মেগা অকশন আয়োজন করা হবে। এবারের আইপিএল নিলাম অনুষ্ঠানে মোট ১২ জন বাংলাদেশি ক্রিকেটার অংশগ্রহণ করতে চলেছেন। তবে রিশাদ শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স দলের হয়েই খেলতে চান। ইতিপূর্বে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে গিয়েছেন সাকিব আল হাসান এবং লিটন দাস।
রবিবার শের–ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্স দলের হয়ে অনুশীলন করছিলেন রিশাদ। সেইসময় তিনি বললেন, 'কলকাতা নাইট রাইডার্স দল আমার বরাবরই খুব পছন্দের। এই দলের হয়েই সাকিব আল হাসান এবং লিটন দাস খেলে গিয়েছেন।' মনের মধ্যে আশা থাকলেও, বাস্তবের মাটিতেই আপাতত পা রেখে এগোতে চান রিশাদ।
তিনি যোগ করেন, 'প্রত্যেকেই আইপিএল টুর্নামেন্ট খেলার স্বপ্ন দেখে। তবে মনের মধ্যে বেশি আশা করা উচিত নয়। আমি খুব বেশি আশা করছি না। কারণ, শেষপর্যন্ত হতাশ হতে চাই না।' রিশাদ আপাতত খুব বেশি আকাশকুসুম স্বপ্ন দেখতে চান না। আসন্ন আইপিএল অকশনে রিশাদের বেস প্রাইস ৭৫ লাখ টাকা। আশা করছেন, আইপিএল নিলামে কোনও না কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে ঠিকই দলে নেবে।
রিশাদের কথায়, 'আইপিএল টুর্নামেন্টে ভাল পারফরম্যান্সের ব্যাপারে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। প্রত্যেক ক্রিকেটারের ভাল এবং খারাপ দিন থাকে। তবে আমি পরিস্থিতি অনুসারে পারফরম্যান্স করতে চাই। বিশেষ কোনও দলের থেকে আমার প্রত্যাশা নেই। যেমন আমি হয়ত ভাবলাম যে চেন্নাই আমাকে নেবে, কিন্তু শেষপর্যন্ত অন্য কোনও দল টেনে নিল। সেটা আমার খারাপ লাগবে। সেকারণে আমি চিন্তাভাবনা করা ছেড়ে দিয়েছি।'
আপাতত নিলামের দিন যত সামনের দিকে এগিয়ে আসছে, রিশাদ রংপুর রাইডার্সের হয়ে ভাল পারফরম্যান্স করার জন্য মুখিয়ে রয়েছেন। বিশেষ করে তিনি কলকাতা নাইট রাইডার্সের জার্সিই পরতে চান। শেষপর্যন্ত কেকেআর ব্রিগেড তাঁকে দলে নেয় কি না, সেটাই আপাতত দেখার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন