সমকালীন প্রতিবেদন : সৌদি আরবের জেড্ডায় আজ আইপিএলের মেগা নিলামে শুরু হয়েছে ধুন্ধুমার যুদ্ধ। নিলাম পর্বের শুরুতে মার্কি খেলোয়াড়দের নিয়ে চলছে দড়ি-টানাটানি। প্রথম মার্কি সেট থেকে আর্শদীপ সিং-কে দিয়ে শুরু হয় দ্বৈরথ। দর কষাকষিতে রাজস্থান রয়্যালসকে পরাস্ত করে বাজিমাত করেছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ।
কিন্তু কাব্য মারানদের চমকে দিলো প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। আরটিএম ব্যবহার করে তারা ঘরে ফেরালো আর্শদীপ’কে। এরপর জস বাটলার ও কাগিসো রাবাডা’কে নিয়েও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই চলে। দুজনেই যান গুজরাত টাইটান্সে। মিচেল স্টার্ককে চেয়েও পায়নি কলকাতা নাইট রাইডার্স। তবে এই নিলামে শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ- ইতিহাস গড়লেন দুজনেই।
শ্রেয়স আইয়ারের জন্য প্রথম প্যাডেল তুলেছিলো কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সীমিত অকশন পার্সের কথা মাথায় রেখে ১০ কোটির বেশী এগোয় নি তারা। তাঁকে ফেরানোর জন্য প্রচেষ্টায় ছিলো দিল্লি ক্যাপিটালস’ও। কিন্তু পাঞ্জাব কিংসের তরফ থেকে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় দিল্লিকে।
১১০.৫০ কোটি টাকার অকশন পার্স সঙ্গী করে মেগা নিলামের আসরে পা রেখেছে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। তারা যে মহাতারকাদের দলে সামিল করবে, তা বেশ কয়েক দিন আগেই জানিয়ে দিয়েছিলেন বিশেষজ্ঞরা। আজ সত্যিই পেশীর জোর দেখালো তারা। ২ কোটির ভিত্তিমূল্য ছিলো শ্রেয়সের। কয়েক মুহূর্তেই সাত-আট গুণ বেড়ে যায় তা।
২০ কোটির গণ্ডী পেরোতেও বেশী সময় লাগে নি। শেষমেশ ২৬.৭৫ কোটিতে শ্রেয়সকে ছিনিয়ে নেয় পাঞ্জাব। পাঞ্জাবে নাম লিখিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটারের তকমা পেয়েছিলেন শ্রেয়স। কিন্তু কয়েক মিনিটের বেশী তার মাথায় স্থায়ী হলো না সেই মুকুট। কেড়ে নিয়ে গেলেন ঋষভ পন্থ।
বাম হাতি উইকেটরক্ষক-ব্যাটার যে এই নিলামের সবচেয়ে দামী খেলোয়াড় হতে পারেন, সেই আভাস আগেই দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সত্যি হলো সেই ভবিষ্যদ্বাণীই। ঋষভকে পেতে শুরু থেকেই উৎসাহী ছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। প্রথম প্যাডেলও তুলেছিলো তারা। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে লড়াই চলে তাদের।
২০.৭৫ কোটি টাকা পর্যন্ত দর-কষাকষি চলার পর হাল ছেড়ে দিয়েছিলো সানরাইজার্স। তখন অকশনিয়ার মল্লিকা সাগর ঋষভের পুরনো ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের কাছে জানতে চায় যে, তারা আরটিএম বিকল্প ব্যবহার করতে চায় কিনা। একেবারে ৬ কোটি ২৫ লক্ষ টাকা দাম বাড়িয়ে ২৭ কোটির প্রস্তাব দেয় দল। ইতিহাসে সর্বোচ্চ দাম পান পন্থ। এরপর আর লড়াইতে থাকতে চায় নি দিল্লি। তারা সরে দাঁড়ায়। সম্ভবত এই দলের অধিনায়কও হচ্ছেন তিনিই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন