Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

ইচ্ছে থাকলেও ঋষভ পন্থকে নেওয়ার উপায় নেই শাহরুখের দলের কাছে

 

Rishabh-Pant

সমকালীন প্রতিবেদন : আইপিএল-এর নিলামের আগে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তাই নভেম্বরের শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে নতুন অধিনায়কের খোঁজ করতে হবে কিং খানের দলকে। এদিকে এবার মেগা নিলামের টেবিলে একাধিক তারকা খেলোয়াড়ের নাম উঠতে চলেছে বলে খবর মিলেছে, যাঁদের দলে নেওয়ার জন্য ঝাঁপাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি। 

সেই তালিকায় নাম রয়েছে ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, জস বাটলারের মতো নামি দামি দেশীয় ও ভিনদেশী খেলোয়াড়দের। তাঁদের জন্য যে কেকেআরও ঝাঁপাবে, তা মোটামুটি নিশ্চিত। প্রাথমিকভাবে জল্পনা শোনা গিয়েছিল যে, নতুন অধিনায়কের জন্য নিলামের টেবিলে ঋষভ পন্থের জন্য দর হাঁকাতে পারে কেকেআর। কিন্তু পরিস্থিতি বলছে, ভাগ্য খারাপ নাইটদের। 

সমীকরণ বলছে, চাইলেও পন্থকে দলে নিতে পারবে না কেকেআর। কারণ, এবার আইপিএল নিলামে যে ক্রিকেটাররা রেকর্ড টাকা পেতে পারেন, তাঁদের মধ্যে উপরের সারিতে রয়েছে ঋষভ পন্থের নাম। ফলে দিল্লি ক্যাপিটালসের এই তারকা উইকেট কিপার-ব্যাটসম্যানের দাম ২০ কোটি বা তার বেশি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু এবার কেকেআরের বাজেট সীমিত। 

সেই কারণে ঋষভ ও নাইটদের সমীকরণ তৈরি হওয়ার বিষয়ে তৈরি হয়েছে জটিলতা। ইতিমধ্যেই ৬ ক্রিকেটারকে রিটেন করার পর কলকাতা নাইট রাইডার্সের ভাঁড়ারে রয়েছে মোট ৫১ কোটি টাকা। এই টাকায় ১৯ জন প্লেয়ার কিনতে পারবে নাইটরা। যার মধ্যে ৬ জন বিদেশী ক্রিকেটারকে নিতে পারবে নাইট ফ্র্যাঞ্চাইজি। 

ফলে নিলামের টেবিলে একা পন্থের জন্য ২০ কোটি বা তার বেশি টাকা খরচ করলে বাকি দল গড়তে সমস্যা হতে পারে কেকেআরের। এক্ষেত্রে, নাইটদের পক্ষে শক্তিশালী দল গড়া সম্ভব হবে না। আর সেই কারণেই চাইলেও পন্থকে নিতে পারবে না নাইটরা। এমনিতেও মিডল অর্ডারে ব্যাটিং কংক্রিট রয়েছে কেকেআরের। 

নাইটদের দরকার একজন টপ অর্ডার ব্যাটসম্যান। ফলে বেশি বড় নামের পিছনে না ছুটে কার্যকরী প্লেয়ারদের দিকেই যাবে কেকেআর। ফিল সল্টকেও ফের নেওয়া হতে পারে ওপেনিংয়ে জন্য। সেই কারণে পন্থের বেগুনি জার্সিতে খেলা নিয়ে তৈরি হয়েছে ঘোর সংশয়। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন