Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

ইতিহাস তৈরী করেও ঐতিহাসিক দাম পাবেন না ঋষভ পন্থ

 

Rishav-Pant

সমকালীন প্রতিবেদন : ‌আইপিএল নিলামে তুমুল দর কষাকষি চলে ঋষভ পন্থকে নিয়ে। শেষ পর্যন্ত ২৭ কোটি টাকায় তাঁকে কিনে নেয় লখনউ সুপার জায়ান্টস। দিল্লির মসনদ ছেড়ে পন্থ এখন লখনউয়ের 'নবাব'। নিলামে পন্থকে নেওয়ার জন্য লড়াই হয় বেশ কিছু দলের মধ্যে। সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস তাঁকে আরটিএম কার্ড ব্যবহার করে নিতে চায়। 

কিন্তু লখনউ ২৭ কোটি দাম দিতে চাওয়ায় আর রাখতে পারেনি দিল্লি। কিন্তু আদৌ কি পুরো ২৭ কোটি টাকা পাবেন ভারতীয় উইকেটকিপার? নাকি ট্যাক্সের জটিল হিসাবনিকাশ ধরে অনেকটা অংশই বাদ যাবে তাঁর স্যালারির থেকে? সূত্র বলছে, এই ২৭ কোটি টাকার পুরোটা পাবেন না পন্থ। তাঁকে কর বাবদ প্রায় ১০ কোটি টাকা দিতে হবে। কিন্তু কেন? চলুন সেটা এবার জেনে নেওয়া যাক। 

এমনিতে আইপিএল খেলোয়াড়দের আয়ের উপর ৩০ শতাংশ ট্যাক্স চাপানো হয়। পন্থের ক্ষেত্রেও তেমনটা হবে। সেটা অবশ্য পুরো ২৭ কোটি টাকা থেকে কাটবে না। তা কাটা হবে তিন ভাগে। ট্যাক্সের বিভিন্ন ধাপ অনুযায়ী ৫ শতাংশ, ২০ শতাংশ কাটার পর ৩০ শতাংশ কাটা হবে। সেই হিসেবে পন্থের আয় থেকে মোট ৮ কোটি ৯ লক্ষ ৬২ হাজার টাকা বাদ যাবে। 

না, এখানেই শেষ নয়। এই করের টাকা থেকে সেস ও সারচার্জও কাটা যাবে। সব মিলিয়ে বাদ যাবে ৯ কোটি ৬৮ লক্ষ ৩১ হাজার টাকা। অর্থাৎ সব কেটেছেঁটে পন্থ ১৭ কোটি টাকার থেকে কিছু বেশি অর্থ হাতে পেতে পারেন বলেই অনুমান। প্রায় ১০ কোটি টাকার কাছাকাছি করের খাতায় পড়বে। উল্লেখ্য, সৌদি আরবের জেড্ডায় এবার বসেছিল আইপিএলের মেগা নিলামের আসর। 

ঋষভের মতো এত টাকায় অতীতে কোনও খেলোয়াড় আইপিএলে চুক্তিবদ্ধ হননি। পন্থকে রেখে দেওয়ার জন্য তাঁর আগের ক্লাব দিল্লি ক্যাপিটালস নিলামে রাইট টু ম্যাচ কার্ডও ব্যবহার করেছিল। কিন্তু, ২০.৭৫ কোটি টাকায় গিয়ে থেমে যায়। এলএসজি ২৭ কোটি টাকা দর দেওয়ায় দিল্লি ক্যাপিটালস শেষ পর্যন্ত হাত তুলে দেয়। ২০২২ সালে পন্থের সড়ক দুর্ঘটনা হয়েছিল। সেই সময়ও তিনি দিল্লিতেই ছিলেন। 

আর, ওই কারণেই তিনি ২০২৩ সালে দিল্লির হয়ে আইপিএল খেলতে পারেননি। তবে গত বছর দিল্লির হয়ে কামব্যাক করেন তিনি। তারপর বিশ্বজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তারপরেও দিল্লি তাঁকে ছেড়ে দেয়। তাই নিলামে ওঠে পন্থের নাম। এখন এটাই দেখার যে, ঐতিহাসিক দাম পাওয়া পন্থ কেমন খেলেন এই মরশুমে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন