সমকালীন প্রতিবেদন : রিটেন লিস্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কয়েক সেকেন্ড আগেও ভাবা যায়নি তাঁর নামের পাশে কোটি-কোটি শব্দটা বসাতেই হবে। তবে তিনি যে কোটিপতি হচ্ছেন, জানা ছিল। তাই বলে বিপুল মাইনে পাবেন, একবারও মনে হয়নি।
আইপিএল রাতারাতি কোটিপতি দেখেছে এর আগেও। কিন্তু তিনি বোধহয় অন্য গ্রহের মানুষ। ৫ মিনিট আগেও যাঁকে লাখপতি বলা হতো, তাঁকেই এখন বলতে হচ্ছে ১৩ কোটির মালিক। এমন আশ্চর্য উত্থান কার? এত ভাবার দরকার নেই, তিনি রিঙ্কু সিং।
২০২২ সালের আইপিএলে যাঁর বিস্ফোরক উত্থান। ২০২৩ সালেও যিনি ধারাবাহিকভাবে সেরা দেওয়ার চেষ্টাই করে গিয়েছেন। এই রিঙ্কুকে শুধু রিটেন করা নয়, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের মতো তারকাদের স্যালারি কমিয়ে তাঁর মাইনে বাড়ানো হয়েছে।
রিঙ্কুকে ধরে রাখতে হলে কেকেআরকে ন্যূনতম ১১ কোটি দিতে হতো। নাইটরা রিঙ্কুকে যে হারাতে চাইবেন না, তা জানাই ছিল। শুধু টিমে রেখে দেওয়া নয়, বাড়তি সম্মান ও মাইনে দুইই একসঙ্গে বাড়ানো হল। কারণ কী?
প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর যুক্তি তুলে ধরলেন, ‘যে ছেলে ২০২২ সালের আইপিএলে দুরন্ত পারফর্ম করে, তাঁকেই পরের আইপিএলে সেই অর্থে ব্যবহার করা হয়নি। এই অপরাধবোধ বোধ হয় কেকেআর ফ্র্যাঞ্চাইজির কর্তাদের মধ্যে কাজ করেছে। তাই ওর স্যালারি ২ কোটি টাকা বাড়িয়ে টিমে রেখেছে কেকেআর।’
আরও পরিষ্কার করে বললে, রাসেল এবং নারিন দু’জনের ক্ষেত্রেই সব মিলিয়ে প্রায় ১০ কোটি টাকা কমানো হয়েছে। এই অঙ্ক আরও পরিষ্কার বোঝাতে হলে বলতে হয়, কেকেআরের সবচেয়ে দামি প্লেয়ারের নাম এখন রিঙ্কু সিং।
ন্যূনতম ১১ কোটির বদলে তাঁকে দেওয়া হল ১৩ কোটি। হয়তো এবার যোগ্যতা অনুযায়ী সঠিক বেতন পাবেন ভারতের এই ইয়ংস্টার। এভাবে উত্থান লেখা ছিল তাঁর ভাগ্যে। হতে পারে, এবার নাইটদের হয়ে দ্বিগুন ভয়ঙ্কর হয়ে উঠবেন এই তারকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন