Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

বনগাঁ-মাঝেরহাট লোকাল বাতিলের প্রতিবাদে রেল অবরোধ, রণক্ষেত্র অশোকনগর

 

Rail-aborodh

সমকালীন প্রতিবেদন : লোকাল ট্রেন অনিয়ত চলাচল করার অভিযোগ তুলে রেল এবং সড়ক পথ অবরোধ করলেন রেল যাত্রীরা। আর তাকে কেন্দ্র করেই শুক্রবার সকালে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হলো অশোকনগর এলাকায়। পুলিশের লাঠিচার্জ এবং অবরোধকারীদের পাল্টা পাথর বৃষ্টির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।


এই রেল শাখার নিত্যযাত্রীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই বনগাঁ-মাঝেরহাট লোকাল মাঝেমধ্যেই হয় বাতিল করে হচ্ছে, অথবা যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। শুক্রবার একই কাণ্ড ঘটে। এদিন মাজেরহাট লোকাল কে বারাসত পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয়। 


আর তাতেই খবের সৃষ্টি হয় এই ট্রেনের মধ্যে যাত্রীদের মধ্যে। আখতারিফ প্রতিবাদে এদিন বনগাঁ থেকে সকালে ছেড়ে যাওয়া ৭:২৫ মিনিটের মাঝেরহাট লোকাল অশোকনগর স্টেশনে পৌঁছাতেই সেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দিয়ে রেল লাইনে বসে পড়েন রেলযাত্রীরা। পাশাপাশি, অশোকনগর রেলস্টেশন সংলগ্ন ৩ নম্বর রেলগেটে যশোর রোডের উপরেও অবরোধ শুরু হয়।


এর ফলে রেল এবং সড়কপথে ট্রেন ও গাড়ি জাতার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে আটটা থেকে এই অবরোধ শুরু হয়। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় বনগাঁ জিআরপি এবং অশোকনগর থানার পুলিশ। সড়ক অবরোধের ফলে আটকে যায় অ্যাম্বুলেন্সও।


পুলিশ এসে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু অবরোধকারীরা তাদের দাবিতে অনড় থাকায় অবরোধ চলতে থাকে। এই পরিস্থিতিতে এক সময় পুলিশ অবরোধকারীদের জোর করে তুলে দেওয়ার চেষ্টা করে। আর তখনই অবরোধকারীদের সঙ্গে শুরু হয় খন্ডযুদ্ধ।


একদিকে পুলিশের লাঠিচার্জ, অন্যদিকে অবরোধকারীদের পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় অশোকনগর স্টেশন এলাকা। ঘটনার খেলতে কি পুলিশ বেশ কয়েকজন অবরোধকারীকে গ্রেফতার করে নিয়ে যায়। অন্যদিকে পুলিশের দাবি, পাথরের আঘাতে দুই পুলিশকর্মী জখম হয়েছেন।


এদিন অবরোধকারীদের মূলত দাবি ছিল, অশোকনগর থেকে আটটা দশের মাঝেরহাট লোকাল কেন বারাসত লোকাল করা হলো। তাঁরা এও বলেন, ৭:৫৩ মিনিটের লেডিস স্পেশালে উঠলে তাদের আড়াইশো টাকা করে ফাইন দিতে হয়। সকাল সাড়ে নটা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন