সমকালীন প্রতিবেদন : আইপিএলে কেকেআরের রিটেনশন তালিকায় সকলের উপরে রয়েছে তাঁর নাম। সর্বোচ্চ ১৩ কোটি টাকায় তাঁকে রিটেন করেছে নাইটরা। আর কোটিপতি হওয়ার পরেই বিলাসবহুল বাংলো কিনে ফেললেন রিঙ্কু সিং। জানা গিয়েছে, আলিগড়ে নতুন বাংলো কিনেছেন পরপর পাঁচ বলে ছক্কা হাঁকানো এই তারকা।
বাড়ির চাবি হাতে সপরিবারে রিঙ্কুর ছবিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। জানা গিয়েছে, আলিগড়ের অভিজাত ওজোন সিটি এরিয়ায় রয়েছে রিঙ্কুর এই বিলাসবহুল বাংলো। সেখানকার গোল্ডেন এস্টেটের ৩৮ নম্বর বাংলোটি কিনে ফেলেছেন জাতীয় দলের তারকা ব্যাটার। দীপাবলির শুভ দিনেই নতুন বাড়িতে পা রেখেছে রিঙ্কুর গোটা পরিবার।
ফিতে কেটে ধুমধাম করে বাংলোয় প্রবেশ করেন সকলে। নতুন বাড়িতে প্রথামাফিক গৃহপ্রবেশের পুজোও সারেন। সূত্রের খবর, রিঙ্কুর বেডরুমে তাঁর একটি ছবি রয়েছে। কেকেআরের জার্সি পরা ছবিটিই নিজের শোওয়ার ঘরে বাঁধিয়ে রেখেছেন রিঙ্কু। নতুন বাংলোর দাম কত, সেই নিয়ে অবশ্য জল্পনা রয়েছে।
কারোর মতে সাড়ে তিন কোটি টাকায় এই বাংলো কিনেছেন রিঙ্কু। আবার কারোও মতে এই অঙ্কটা নাকি ৭ কোটিরও বেশি। তবে কেকেআরে ১৩ কোটিতে রিটেন হওয়ার পরেই রিঙ্কুর নতুন বাংলো কেনার খবরে খুশি তাঁর ভক্তরা। উল্লেখ্য,গতবারের চ্যাম্পিয়ন দলের বড়ো অংশকেই ধরে রাখছে শাহরুখের দল।
রিঙ্কুর পরেই সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকে দেওয়া হবে ১২ কোটি। রাসেলও ১২ কোটিই পাবেন। আনক্যাপড প্লেয়ার হিসেবে নাইটরা ধরে রাখছে দুজনকে। হর্ষিত রানা ও রমনদীপ সিং দুজনেই পাবেন ৪ কোটি টাকা করে।
সব মিলিয়ে গতবারের নিউক্লিয়াসটাই ধরে রাখল নাইট রাইডার্স। তবে তাদের হাতে আরটিএম নেই। এখনও নাইটদের হাতে ৫১ কোটি টাকা রয়েছে। এখন দেখার যে নাইটদের দলে আর কোন কোন তারকাকে দেখা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন