সমকালীন প্রতিবেদন : ইতিমধ্যেই রিটেনশন তালিকা প্রকাশ করে চর্চায় এসেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। কারণ, গতবারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে নাইট শিবির। সেই নিয়ে জল্পনা কল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে। তবে এর মাঝেই নাইটদের জন্য এল এক বড়সড় আপডেট। পরের আইপিএল-এ নতুন হোম গ্রাউন্ড পেতে পারে কেকেআর, এমন আপডেট এবার সামনে এসেছে।
যদিও এর আগে আইপিএলের ১৭টি মরসুমে ইডেন গার্ডেন্স ছাড়াও অন্য মাঠে ‘হোম ম্যাচ’ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে কটকের বরাবাটি স্টেডিয়াম রয়েছে। তবে শোনা যাচ্ছে যে, পরের বছর ত্রিপুরার আগরতলার নরসিংহগড়ের স্টেডিয়ামে খেলতে পারে নাইটরা।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ত্রিপুরার নরসিংহগড়ে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির কাজ চলছে। এই স্টেডিয়াম নির্মাণে আনুমানিক ১৮৫ কোটি টাকা খরচ হচ্ছে বলে জানা গিয়েছে। তবে স্টেডিয়াম তৈরির কাজ এখনও শেষ হয়নি। যদিও সেটি আগামী বছরের মধ্যে তৈরি হয়ে যাবে বলে আশাবাদী এক কর্তা।
জানা গেছে, গত সাত বছরে স্টেডিয়ামের ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। তবে তৈরির সময়সীমা ছিল ২২ মাস। ওই কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার টিসিএ-র সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য পুরোদমে ঝাঁপানো হচ্ছে।
এই মর্মে সম্প্রতি, টিসিএ সচিব সুব্রত দে সংবাদসংস্থা-কে বলেছেন, “রাজধানীর মাঝে নরসিংহগড়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে কিছু দিন আগেই ঘুরে গিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। উনি জানিয়েছেন, পরের বছর ফেব্রুয়ারির মধ্যে স্টেডিয়াম তৈরির কাজ শেষ হয়ে গেলে সেটি কেকেআরের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসাবে ধরা হবে। না হলে অন্য কোনও রাজ্যের কথা ভাবা হবে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন