Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, নতুন ঘূর্ণিঝ‌ড়ের আশঙ্কা

 ‌

New-cyclone

সমকালীন প্রতিবেদন : ‌ঘূর্ণিঝড় দানার পর আবার একটি নতুন আশঙ্কা সাগরে। মাসখানেক কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের দানা বাধতে চলেছে নতুন ঘূর্ণিঝড়। যার নাম হতে চলেছে 'ফেঙ্গল'। নতুন এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে সৌদি আরব। আপাতত পরিস্থিতির উপর নজর রাখছেন আবহবিদরা।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দানার পর ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ শুরু হয়েছে। আপাতত তাপমাত্রা নেমে গিয়েছে ১২ থেকে ১৫ ডিগ্রির ঘরে। কিন্তু এর মধ্যেই ঝড়বৃষ্টির আশঙ্কা তৈরি হওয়ায় চিন্তার ভাজ পড়তে শুরু করেছে। 

হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, ২৫ তারিখের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাবে। দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় ফেঙ্গল  তৈরির প্রাথমিক পর্যায় শুরু হয়েছে। এই ঘূর্ণিঝড়ের সূত্রপাত হবে আগামী ২২- ২৩ তারিখ নাগাদ। ২৬ তারিখ যা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।  

দেশের অনেক রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস দিচ্ছে আইএমডি৷ সর্বশেষ পূর্বাভাস বলছে, আবারও ভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিতে পারে। এর আগে অক্টোবর মাসে ঘূর্ণিঝড় দানা প্রবল দাপটের সাথে আছড়ে পড়েছিল স্থলভাগে। 

এর  ঠিক এক মাস পর ২১ থেকে ২৩ নভেম্বরের মধ্যে আবার একটি ঘূর্ণিঝড় তীব্র হতে চলেছে৷ বঙ্গোপসাগরে আবারও একটি নতুন ঘূর্ণিঝড়ের ইঙ্গিত রয়েছে। তবে এই সিস্টেম যদি ঝড়ে পরিণত হয়, তবে এটি হবে চলতি মৌসুমের দ্বিতীয় ঘূর্ণিঝড়। 

সদস্য দেশ সৌদি আরবের নামকরণ অনুযায়ী পরবর্তী ঝড়ের নাম হবে 'ফেঙ্গল' । প্রসঙ্গত, নভেম্বরে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া এই ঝড়গুলি সাধারণত উত্তর অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দিকে চলে যায়। বাংলাদেশও এই ঝড়ের কবলে পড়ে। এখন দেখার নতুন এই ঘূর্ণাবর্ত শেষপর্যন্ত ঘূর্ণিঝ‌ড়ে পরিনত হয় কি না। হলেও তার গতিপ্রকৃতি কোনদিকে থাকে।





‌ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন