Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

বিরাট দাম দিয়ে নতুন মরশুমে নতুন অধিনায়ক পেল কেকেআর

 

New-captain-of-KKR

সমকালীন প্রতিবেদন : শ্রেয়স আইয়ার ছেড়ে দিয়েছেন কেকেআর। আইপিএল নিলাম থেকে শক্তিশালী দল বাছাইয়ের পাশাপাশি নেতা খোঁজার চ্যালেঞ্জও ছিল নাইট রাইডার্স শিবিরের। সেই কাজ রবিবারই করে ফেলল কেকেআর। পাঞ্জাব কিংস, লখনৌ সুপার জায়ান্টসের পর নিলামে একজন ক্রিকেটারকে নিতে সবথেকে বেশি ব্যয় করেছে কেকেআর। 

গতবার মিচেল স্টার্ককে কিনে হৈচৈ ফেলে দিয়েছিল নাইট রাইডার্স। এবার কেকেআর নিজেদেরই তারকা ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি খরচ করে কিনল। যিনি রবিবার ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ারের পর তৃতীয় দামি তারকা হিসাবে নাম লিখিয়ে ফেললেন। কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে কেন বিশাল অর্থ খরচ করে কেনার পথে হাঁটল কেকেআর? 

নাইটদের সিইও ভেংকি মাইশোর নিলামের পরেই বলে দিয়েছেন, দলের লক্ষ্য ছিল ভারসাম্য বজায় রাখাকে অগ্রাধিকার দেওয়া। আসলে নিলামের বিষয় আগে থেকে পূর্বাভাস করা যায় না। পুরোটাই নির্ভর করে কোন ধরণের ক্রিকেটার দল চাইছে এবং কীভাবে তা দলের স্ট্র্যাটেজিতে ফিট হবে। দাম অবশ্যই একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত অর্থবহ। তবে নিলাম বরাবর চমকের পথে হেঁটেছে। 

যদিও এত বেশি অর্থ খরচ করে কেনার পরেই জল্পনা শুরু হয়েছে যে, ভেঙ্কটেশ আইয়ারই দলের পরবর্তী নেতা কিনা, সেই আলোচনায়। পুরোনো সংসারে ফেরার পর সেই জল্পনা উস্কে দিয়েছেন তারকা ক্রিকেটার স্বয়ং। প্রচারমাধ্যমে তিনি বলে দিয়েছেন, "দুর্ভাগ্যজনকভাবে চোট পেয়ে বসা নীতিশ রানার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব প্রদানের সুযোগ হয়েছিল। তাছাড়া, আমি দলের ভাইস ক্যাপ্টেনও ছিলাম।" 

এছাড়া ভেঙ্কটেশ আরও বলেন, "সবসময়ই বিশ্বাস করে এসেছি, ক্যাপ্টেনশিপ স্রেফ একটা ট্যাগ মাত্র। তবে লিডারশিপের অর্থ এমন পরিবেশ তৈরি করা, যেখানে সকলে নির্বিঘ্নে পারফর্ম করতে পারে, দলে অবদান রাখতে পারে। যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি সাগ্রহে তা পালন করতে রাজি। আমরা একসঙ্গে দলের খেতাব ধরে রাখার পথে হাঁটব এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা ধরে রাখব। তোমাদের স্কোয়াডে আমাকে কেনার জন্য ধন্যবাদ কেকেআর।" 

উল্লেখ্য, ২০২১-এ কেকেআরের জার্সিতেই অভিষেক হয়েছিল ভেঙ্কটেশ আইয়ারের। ২৯ বছরের তারকা অভিষেক সিজনেই ১০ ম্যাচ খেলে ৩৫০ রান করেছিলেন। তাই ভেঙ্কটেশ ক্যাপ্টেন হলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন