Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মুম্বই টেস্টেও কি হারের হ্যাটট্রিক করবে ভারত?

 

Mumbai-Test

সমকালীন প্রতিবেদন : ভারতের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরুতে কিউয়িরা প্রথম টেস্ট ৮ উইকেট জিতে নিয়েছিল। পুণেতে দ্বিতীয় টেস্ট ১১৩ রানে জিতে কিউয়িরা সিরিজ পকেটে পুরে ফেলে। 

মুম্বইতে শুক্রবার থেকে শুরু হয়েছে সিরিজের তৃতীয় টেস্ট। ওয়াংখেড়েতে যদি ভারত হারে, তাহলে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হবেন রোহিত শর্মার বাহিনী। তাই এখন কার্যত সম্মানরক্ষার লড়াইয়ে রোহিত শর্মার টিম। মুম্বই টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। 

রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের হাতযশে ২৩৫ রানে গুটিয়ে যায় টম ল্যথামের টিম। জাদেজা ৫ উইকেট ও সুন্দর ৪ উইকেট তুলে নেন। এক উইকেট নেন আকাশ দীপ। কিউয়িদের হয়ে ব্যাট হাতে অবদান রাখেন উইল ইয়ং ও ড্যারেল মিচেল। 

জাদেজা টেস্টে ১৪ বার ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন এদিন। এখানেই শেষ নয়। জাদেজা স্পিনার হিসাবে ঘরের মাঠে টেস্টে সর্বাধিক ৫ উইকেট নেওয়ার নজিরে ছুঁয়ে ফেললেন পাক কিংবদন্তি আব্দুল কাদিরকে। দু'জনেরই নাম জুড়ল হোম টেস্টে ১২ বার পাঁচ উইকেট নেওয়ায়। 

তবে, তৃতীয় টেস্টের প্রথম দিনে ভারতের অ্যাডভান্টেজে থাকার কথা থাকলেও তেমনটা আর হল না! ২৩৫ রানের জবাবে ভারতের ৪ উইকেট চলে গেল মাত্র ৮৬ রানে। প্রথম দিনের শেষে ১৪৯ রানে পিছিয়ে ভারত। বিরাট-রোহিত আবার ফ্লপ। যশস্বীর সঙ্গে ওপেন করতে নেমে রোহিত ফিরে যান ১৮ রানে। 

যশস্বীর ব্যাট থেকে এসেছে মাত্র ৩০ রান। চারে নেমে মহম্মদ সিরাজও ফিরে যান কোনও রান না করে। বিরাট মাত্র ৪ রান করে রানআউট হন! এই টেস্টে হারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোটা কঠিন হয়ে দাঁড়াবে ভারতের কাছে। তাই এই টেস্ট জয়ের জন্য হয়তো আগামী দিনগুলোতে প্রানপন লড়াই করবেন রোহিত শর্মারা।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন