সমকালীন প্রতিবেদন : নভেম্বরের শেষেই রয়েছে আইপিএল-২০২৫-এর মেগা নিলাম। আর এই মেগা নিলামে আইপিএল-এর যে দলগুলির উপর সকলের নজর রয়েছে, তাদের মধ্যে অন্যতম হল মুম্বই ইন্ডিয়ান্স। কারণ, বিগত কয়েক বছর একেবারেই ভাল যায়নি ৫ বারের আইপিএল জয়ীদের। হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে নিয়ে এসেও লিগ তালিকায় শেষে শেষ করেছিল মুম্বই।
উল্লেখ্য, এবার মেগা নিলামের আগে মোট ৫ জনকে রিটেন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই তালিকায় নাম রয়েছে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব ও তিলক বর্মার। তাই এবার নিলামের টেবিলে নতুন করে দল গুছিয়ে নিতে তৈরি নিতা আম্বানির দল।
সূত্রের খবর, শক্তিশালী দল গড়ার জন্য কেকেআরের ঘর ভাঙতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। নাইটদের ছেড়ে দেওয়া একাধিক প্লেয়ারকে নিলামের টেবিলে টার্গেট করতে পারে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল। কিন্তু ঠিক কাদের নিলামের মঞ্চে ফের দলে নেওয়ার চেষ্টা করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স? তালিকার প্রথম নামটি হতে পারেন মিচেল স্টার্ক।
কারণ, এবার মুম্বই একজন তারকা বিদেশি পেসারকে দলে নিতে পারে। আর সেটা হতে পারেন মিচেল স্টার্ক। কেকেআর রিটেন না করায় নিলামের টেবিলে স্টার্কের জন্য দর হাঁকাতে পারে মুম্বই। স্টার্কের অভিজ্ঞতা, নতুন বলে উইকেট নেওয়ার ক্ষমতা, এছাড়া বুমরাহের উপর চাপ কমাতে স্টার্ক বেস্ট অপশন হতে পারে।
তবে স্টার্ক ছাড়াও এবার দলে একজন নির্ভরযোগ্য অলরাউন্ডারের লক্ষ্যে ভেঙ্কটেশ আইয়ারের জন্য ঝাঁপাতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআরের হয়ে ওপেনিং থেকে মিডল অর্ডার বিভিন্ন পজিশনে সাফল্যের সঙ্গে ব্যাটিং করেছেন এই বাঁহাতি তারকা। রয়েছে আইপিএলে সেঞ্চুরিও। এছাড়াও, একজন মারকাটারি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ফিল সল্ট হতে পারেন মুম্বই ইন্ডিয়ান্সের সেরা অপশন।
গত মরশুমে কেকেআরের হয়ে ৪০০-র বেশি রান করেও তাঁকে রিটেন করেনি কেকেআর। সল্টকে নিলে উইকেট কিপার হিসেবেও সমস্যা সমাধান হবে মুম্বইয়ের। তবে শেষমেষ কি হবে, তার উত্তর মিলবে মেগা নিলামের টেবিলে। চলতি মাসের শেষেই সব ছবিটা হয়তো পরিষ্কার হয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন