Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

আরটিএম নিয়মে কেকেআরে রাখা হতে পারে মিচেল স্টার্ককে

 

Mitchell-Starc

সমকালীন প্রতিবেদন : এবারের আইপিএল নিলাম সবথেকে বেশি আকর্ষনীয় হতে চলেছে। কারণ, বিসিসিআই এবার বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। আর ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী মোট ৬ জনকে ধরে রাখতে পারবে আইপিএলের প্রতিটি দল। যদিও এই ৬ জনের মধ্যে সবথেকে বেশি ৫ জনকে রিটেন করা যাবে। 

আর একজনকে কিনতে হবে রাইট টু ম্যাচ বা আরটিএম কার্ড ব্যবহার করে। তবে রিটেনশনের সংখ্যা কমালে আরটিএম কার্ডের সংখ্যা বাড়ানো যাবে। আর এই রিটেনশন তালিকা প্রস্তুত করতে গিয়ে যে দলগুলি সবথেকে বেশি সমস্যায় পড়েছে, তাদের মধ্যে অন্যতম কেকেআর। 

কারণ, পাঁচজন জাতীয় দলের হয়ে খেলা প্লেয়ারকে ধরে রাখতে হলে দলের কোষাগারে পড়ে থাকবে মাত্র ৭৫ কোটি টাকা। সেখান থেকে দল তৈরি করা বেশ চ্যালেঞ্জিং। তাই রিটেনশন সংখ্যা কমিয়ে আরটিএম কার্ড ব্যবহারের দিকে বেশি নজর দিচ্ছে নাইট শিবির। শোনা যাচ্ছে, তিন খেলোয়াড়কে এই নিয়মে দলে ফেরাতে পারে কেকেআর। 

আর এক্ষেত্রে দলে ফেরার অন্যতম দাবিদার হতে পারেন আন্দ্রে রাসেল। শ্রেয়স আইয়ারকে অধিনায়ক ও প্রথম পছন্দ হিসেবে ধরে রাখলে রাসেলকে নিলামে তুলতে পারে নাইটরা। এমনিতেও রাসেলের বয়স ৩৭। গতবার ১৬ কোটি টাকা দর পেয়েছিলেন তিনি। এবার তাঁর জন্য এত টাকা খরচ করতে রাজি নাও হতে পারে কেকেআর। 

ফলে কৌশলগত কারণেও রাসেলকে আরটিএম কার্ডের মাধ্যমে কিনতে পারে কেকেআর। এছাড়াও, তালিকার দ্বিতীয় নাম হতে পারেন মিচেল স্টার্ক। তিনি আইপিএল ২০২৪ নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন। আইপিএলের ইতিহাসে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকা দাম পেয়েছিলেন তিনি। তবে এত দাম দিয়ে স্টার্ককে ধরে রাখতে চাইছে না কেকেআর। 

ফলে নিলামে তাঁকে আরটিএম ব্যবহার করে কম দামে দলে নিতে পারে নাইটরা। এই তালিকায় আরেকটি নাম হতে পারে বরুণ চক্রবর্তী। কেকেআরের স্পিন অ্যাটাকের অন্যতম বড় শক্তি হলেন এই মিস্ট্রি স্পিনার। রিলিজ করে দিয়ে নিলামে আরটিএম ব্যবহার করে বরুণ চক্রবর্তীকে ফের দলে নিতে চাইবে কেকেআর। কারণ, এমন স্পিনারকে হাতছাড়া করতে চাইবে না নাইটরা। তবে শেষমেষ কি হবে, সেটা একমাত্র সময়ই বলবে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন