Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সসীমা বাড়তে চলেছে

 ‌

Minimum-age-for-marriage

সমকালীন প্রতিবেদন : আর ১৮ নয়। শিগগিরই মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সসীমা বাড়তে চলেছে। মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ আর পুরুষদের ক্ষেত্রে ২১। এর কম বয়সে বিয়ে হলে, তা বাল্যবিবাহ বলে বিবেচিত হয়, যা বেআইনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে অনেক কিছুই। বদলেছে সমাজও। 

এবার কি আর ১৮ বছর বয়সে বিয়ে হবে না মেয়েদের! এর আগে ২০২১ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো লোকসভায় পেশ করা হয়েছিল বাল্য বিবাহ নিষেধাজ্ঞা (সংশোধনী) বিল। পরে সেই বিলটি স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়। কমিটি বেশ কয়েকবার বর্ধিতও হয়েছিল। কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

সূত্রের খবর, আগামী সপ্তাহে সংসদের স্ট্যান্ডিং কমিটিতে এই বিষয়টি বিবেচনা করা হবে। বিয়ের ক্ষেত্রে 'অভিন্নতা' আনতে একটি বিল পেশ করা হয়েছিল সপ্তদশ লোকসভায়। কিন্তু সেই লোকসভা ভেঙে যাওয়ায় সেই বিলও বাতিল হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিয়েছিলেন, মেয়েদের বিয়ের বয়স বেড়ে হতে পারে ২১ বছর। 

বর্তমানে শিক্ষা, চাকরি-সহ অনেক ক্ষেত্রেই মহিলাদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। পরিবর্তিত সমাজ ব্যবস্থায় মেয়েদের বিয়ের ১৮ বছরের নির্ধারিত ন্যূনতম বয়স পুনর্বিবেচনার দাবি উঠছে বহুদিন ধরেই। জানা গিয়েছে, স্ট্যান্ডিং কমিটির ওই সভায় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের সচিব, ন্যাশনাল অ্যালায়েন্স ও ইয়ং ভয়েস ক্যাম্পেইনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। 

কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংয়ের সভাপতিত্বে হবে এই বৈঠক। শিশু অধিকার সুরক্ষার জন্য তৈরি হয়েছে জাতীয় কমিশন। বাল্যবিবাহ নিষেধাজ্ঞা হয়েছে। বাল্য বিবাহ নিষেধাজ্ঞা (সংশোধনী) বিলের মূল উদ্দেশ্য হল, বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন, ২০০৬-এর সংশোধন করা এবং মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর করা।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন