Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বনগাঁর পুরপ্রধানের কাছে স্মারকলিপি সিপিএমের

Memorandum-of-CPM

সমকালীন প্রতিবেদন : ‌বনগাঁ শহরের যানজট, ইছামতী নদী সংস্কার সহ মোট ১৪ দফা দাবির সমর্থনে বৃহস্পতিবার বিকেলে বনগাঁ পুরসভার প্রধানের কাছে স্মারকলিপি জমা দিল সিপিএম। এদিন দলের পক্ষ থেকে ৫ জনের একটি প্রতিনিধিদল পুরপ্রধান গোপাল শেঠের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন।

সাম্প্রতিককালে বনগাঁ শহরে নানা কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। যার কারণে দুর্ঘটনার সংখ্যাও বেড়ে গেছে। এই যানজট কিভাবে কমানো যায়, তারজন্য পুরসভাকে ভাবনাচিন্তা করার দাবি জানিয়েছে সিপিএম। ফি বছর ইছামতী নদীতে কচুরিপানা জমে জল দূষণ তৈরি করে। কচুরিপানার স্থায়ী সমাধানের দাবি জানানো হয়েছে সিপিএমের পক্ষ থেকে।

পুরসভার পক্ষ থেকে ঘোষণা করে বলে দেওয়া হয়েছে যে, এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে পুরসভার কর্মীরা যে ময়লা তুলে নিয়ে আসছেন, তারজন্য বাড়িপ্রতি মাসে ৩০ টাকা করে কর দিতে হবে। এব্যাপারে নিজেদের আপত্তির কথা তুলেছে সিপিএম। পুরসভা এলাকায় কি ধরনের উন্নয়ন হচ্ছে, তা সর্বদলীয় বৈঠক করে জনসমক্ষে আনার দাবি জানানো হয়েছে।

এদিন এমনই মোট ১৪ দফা দাবিসম্বলিত স্মারকলিপি পুরপ্রধানের কাছে জমা দেওয়া হয়। এব্যাপারে পুরপ্রধান গোপাল শেঠ বলেন, '‌যানজট নিয়ে আমরাও উদ্বিগ্ন। কিন্তু বিষয়টি দেখভালের দায়িত্ব পুলিশ এবং মহকুমা প্রশাসনের। কেন্দ্র সরকার টাকা না দেওয়ায় ইছামতী নদী সংস্কার হচ্ছে না। নদীর দুই মুখে স্লুইস গেট লাগানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা নিয়েই পুরসভা উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে চায়।'




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন