Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

আসন্ন মেগা নিলামে কাকে কোন দল নিতে চায় ফ্রাঞ্চাইজিরা?

 

Mega-auction

সমকালীন প্রতিবেদন : গত আইপিএ মরশুমে দলকে নেতৃত্ব দেওয়া অন্তত তিন অধিনায়ককে রিটেন করেনি তাঁদের দল। এই তালিকায় রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ, কেকেআরের শ্রেয়স আইয়ার এবং লখনৌ সুপার জায়ান্টসের কেএল রাহুলকে। তাঁদের এবার দেখা যাবে নিলাম টেবিলে। 

উল্লেখ্য, গতবার কেকেআর ট্রফি জিতলেও শ্রেয়স সেভাবে জ্বলে উঠতে পারেননি। ১৪ ম্যাচে করেছিলেন ৩৫১ রান। অধিনায়ক নিজেই নাইট সংসারে থাকতে চাননি বলেই খবর। সেই কারণে আগামী মরশুমে কেকেআর একজন নতুন অধিনায়ককে কিনতে চাইবে। সূত্রের খবর, শাহরুখ খানের ম্যানেজমেন্টের নজর রয়েছে জস বাটলার বা কে এল রাহুলের মতো তারকাদের দিকে। 

তবে ঋষভ পন্থকে পাওয়া গেলে তো তাঁকে লুফে নেবে দল, এমনটাই খবর মিলেছে বিশেষ সূত্রে। অন্যদিকে, শ্রেয়সকেই ফের ক্যাপ্টেন করতে চাইছে দিল্লি ক্যাপিটালস। সূত্রের খবর, তারকা ক্রিকেটারকে নেওয়ার জন্য যেকোনো মূল্য দিতে রাজি রাজধানীর এই ফ্র্যাঞ্চাইজি। কারণ, পন্থ অধিনায়ক হওয়ার আগে দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স। 

আসন্ন আইপিএলে তিনি যে ‘ঘরে’ ফিরতে চলেছেন, তা কার্যত স্পষ্ট। এদিকে, গতবারের অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিসকে রিটেন করেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শোনা যাচ্ছে, অধিনায়ক হিসাবে পন্থকে পেতে মরিয়া চেষ্টা করবে আরসিবি। তবে একান্তই পন্থকে না পেলে তারা ঝুঁকতে পারে ডেভিড ওয়ার্নারের দিকে। চেন্নাই সুপার কিংসও নাকি পন্থকে নিয়ে বেশ আগ্রহী।

এদিকে, লখনৌ সুপার জায়ান্টস রাহুলকে ছেড়ে দিলেও তাঁদের অধিনায়কের প্রয়োজন নেই সেভাবে। কারণ, গত মরশুমের সহ-অধিনায়ক নিকোলাস পুরানকে ২১ কোটি টাকা দিয়ে রিটেন করেছে সঞ্জীব গোয়েঙ্কার দল। তাই আশা করা হচ্ছে যে, তিনিই আগামী আইপিএলে দলকে নেতৃত্ব দিতে পারেন। 

এদিকে আবার নতুন করে দল গড়তে চলেছে পঞ্জাব কিংস। সেই কারণে তাঁরা অধিনায়ক হিসাবে পন্থ বা রাহুলকে দলে নিতে আগ্রহী বলে সূত্রের খবর। শেষ পর্যন্ত কোন দল তাদের পছন্দের অধিনায়ককে ছিনিয়ে নেবে, উত্তর মিলবে নিলামের টেবিলেই। তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা সপ্তাহ। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন