Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

সৌদি আরবেই হবে আইপিএল-এর মেগা নিলাম

 

Mega-auction-in-Saudi-Arabia

সমকালীন প্রতিবেদন : আইপিএলের রিটেনশন পর্ব শেষ। এখন আপাতত ক্রিকেটপ্রেমীদের আগ্রহ নিলাম নিয়ে। আইপিএলের নিলামের সম্ভাব্য দিনও প্রকাশ্যে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে। এবারের পূর্ণ নিলাম ভারতে হওয়ার সম্ভাবনা নেই। কিছুটা সমস্যা তৈরি হয়েছে নিলাম শুরুর সময়কে কেন্দ্র করে। প্রতিটি দল নিজেদের পরিকল্পনা মতো দুই থেকে ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে। 

নিয়ম অনুযায়ী, একটি দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারেন। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মরসুমের জন্য রেখে দিয়েছে। নিলামে সব মিলিয়ে আরও ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। তার মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন। আগামী তিন বছরের জন্য কারা কেমন দল তৈরি করবে, এখন তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেটেপ্রেমীদের।

বিসিসিআই সূত্রে খবর, আগামী ২৪ এবং ২৫ নভেম্বর দু’দিন ধরে হবে আইপিএলের নিলাম। সৌদি আরবের রাজধানী রিয়াধে নিলামের আয়োজন করা হচ্ছে। সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি নিলামের তারিখ এবং জায়গা। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে। সব কিছু হয়ে গেলেই সরকারিভাবে সব ঘোষণা করা হবে।’’ 

এদিকে আবার ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। আইপিএল নিলামের জন্য নির্ধারিত দিন দু’টিতে ভারতের প্রথম টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিন। যে টেলিভিশন চ্যানেল বর্ডার-গাভাস্কার ট্রফি সম্প্রচার করবে, তারাই আইপিএলের নিলাম সম্প্রচার করবে। তাই কোন সময় নিলাম শুরু করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।

অস্ট্রেলিয়ার পার্থ এবং সৌদি আরবের রিয়াধের সময়ের পার্থক্য ৫ ঘণ্টা। বিসিসিআই কর্তাদের সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন, অস্ট্রেলিয়া-ভারত টেস্টের সংশ্লিষ্ট দু’দিনের খেলা শেষ হওয়ার পর নিলাম শুরু করতে হবে। আবার গভীর রাত পর্যন্ত নিলাম চালানোর পক্ষে নয় একাধিক দল। তবে কোন সময়ে এবং কোন পদ্ধতিতে এবারের মেগা নিলাম হবে, তা এখনও জানা যায়নি। আসন্ন সময়ে সবটা পরিষ্কার হবে। 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন