Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

মেগা নিলামে শ্রেয়স থেকে স্টার্ক- সবার পিছনে উড়বে কোটি কোটি টাকা

 

Mega-Auction

সমকালীন প্রতিবেদন : আইপিএল-এর পরের মরশুমের আগেই হবে মেগা নিলাম। আর কয়েকদিন পরেই আরব প্রদেশে বসবে এই আসর। নিলামের আগে ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। গতবারের আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও ছেড়ে দিয়েছে তারা। 

চলতি মাসেই হবে আইপিএলের নিলাম। গতবার কলকাতা নাইট রাইডার্সে খেলা ১৬ জন ক্রিকেটার এবার নিলামে নামছেন। তাঁদের কার দর কত? সেটাই এবার জেনে নিন। গতবার কেকেআরে খেলা যে ১৬ জন ক্রিকেটার এবার নিলামে নামছেন, তাঁদের মধ্যে পাঁচ জন বিদেশি ও ১১ জন ভারতীয়। 

বিদেশিরা হলেন‌– মিচেল স্টার্ক, ফিল সল্ট, রহমানুল্লা গুরবাজ, গাস অ্যাটকিনসন ও আল্লা গজনফর। ১১ জন ভারতীয় ক্রিকেটারের তালিকায় রয়েছেন– শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, অঙ্গকৃশ রঘুবংশী, বৈভব অরোরা, সূযশ শর্মা, শ্রীকর ভরত, অনুকূল রায়, সাকিব হুসেন, মণীশ পাণ্ডে ও চেতন সাকারিয়া। 

উল্লেখ্য, এবারের আইপিএলের নিলামে ন্যুনতম মূল্য সর্বোচ্চ ২ কোটি টাকা। তার পর ধীরে ধীরে তা কমে দেড় কোটি, ১ কোটি ২৫ লক্ষ, ১ কোটি, ৭৫ লক্ষ, ৫০ লক্ষ, ৪০ লক্ষ ও ৩০ লক্ষ টাকা ন্যুনতম মূল্য রাখা হয়েছে। এর মধ্যে কেকেআরের ১৬ জন ক্রিকেটার ২ কোটি, ১ কোটি ৫০ লক্ষ, ৭৫ লক্ষ ও ৩০ লক্ষ টাকার স্তরে রয়েছেন।

কেকেআরে গতবার খেলা ছ’জন ক্রিকেটারের ন্যুনতম মূল্য ২ কোটি টাকা। তাঁরা হলেন— শ্রেয়স, বেঙ্কটেশ, স্টার্ক, গুরবাজ, সল্ট ও অ্যাটকিনসন। দেড় কোটি টাকা দর একমাত্র নীতীশের। ৭৫ লক্ষ টাকা ন্যুনতম মূল্য চার জনের। তাঁরা হলেন ভরত, গজনফর, মণীশ ও সাকারিয়া। 

পাঁচ জনের ন্যুনতম মূল্য ৩০ লক্ষ টাকা। সেই তালিকায় রয়েছেন রঘুবংশী, বৈভব, সূযশ, অনুকূল ও সাকিব। ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় হবে এবারের নিলাম। ভারতীয় সময় দুপুর ৩টে থেকে নিলাম শুরু হবে। এবার কে কত দাম পাবেন, সেটা জানা যাবে ওই দুদিনেই। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন