Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

‌রিটেনশন তালিকায় বড় চমক সঞ্জীব গোয়েঙ্কার

Lucknow-Super-Giants

সমকালীন প্রতিবেদন : গত আইপিএলে সবচেয়ে বড় বিতর্ক হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস দলে। মাঠের মধ্যেই দলের অধিনায়ক কে এল রাহুলকে ভর্ৎসনা করেছিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তার পর থেকেই জল্পনা শুরু হয়, আগামী আইপিএলে রাহুলকে আর দলে চায় না এলএসজি। 

সেই কারণে মহানিলামের আগে রিটেনশনের তালিকা জমা দেওয়ার দিন যত এগিয়ে আসছে, ততই শোনা যাচ্ছে যে, আগামী মরশুমে রাহুলকে মোটেও রিটেন করবে না লখনৌ। সূত্রের খবর, মোট পাঁচজন ক্রিকেটারকে রিটেন করতে চাইছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। গতবার প্লে অফে উঠতে পারেনি লখনৌ। 

তবে সেই দলের কিছু খেলোয়াড়কে ধরে রাখতে আগ্রহী টিম ম্যানেজমেন্ট। রিটেনশনের তালিকায় প্রথম নামটি হতে চলেছে নিকোলাস পুরানের। তার ফলে ১৬ কোটি থেকে তাঁর দর পৌঁছে যাবে ১৮ কোটিতে। ক্যারিবিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান ইতিমধ্যেই আইপিএল-এ একাধিক ঝোড়ো ইনিংস খেলেছেন। 

গত মরশুমে দলের সহ অধিনায়ক ছিলেন। তাই আগামী মরশুমে রাহুলের বদলে পুরানকে অধিনায়ক করতে পারে লখনৌ। তবে পুরান ছাড়া আরও দুই বোলারকে ধরে রাখতে চলেছে লখনৌ। ভারতের হয়ে সদ্য টি-২০তে অভিষেক হওয়া মায়াঙ্ক যাদব থাকবেন দলে। গত আইপিএলে তাঁর আগুন গতি নজর কেড়েছিল ক্রিকেটদুনিয়ার। 

এছাড়াও, লেগস্পিনার রবি বিষ্ণোইকে ধরে রাখতে পারে লখনৌ। এই তিনজনই থাকবেন ক্যাপড প্লেয়ারের তালিকায়। এছাড়া, আনক্যাপড হিসাবে রিটেন হতে পারেন, গত তিন মরশুমে ভালো পারফর্ম করা বোলার মহসিন খান এবং ব্যাটার আয়ুষ বাদোনি। 

রাহুলকে রিটেন না করলেও আরটিএমের মাধ্যমে দলে ফেরাতে পারে লখনৌ। একই পন্থা নেওয়া হতে পারে মার্কাস স্টয়নিসের ক্ষেত্রেও। তবে শেষমেষ দল কি সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর থাকবে সকলের। 





‌‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন