Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

নাইটদের নজরে রয়েছে ভয়ঙ্কর ২ বিদেশি পেসার

 

Knights-eyes

সমকালীন প্রতিবেদন : আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আসর। নিলাম থেকে কেমন দল করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর, সেইদিকে নজর রয়েছে সকলের। ইতিমধ্যেই আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী ও আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটেন করেছে হর্ষিত রানা এবং রমনদীপ সিংকে। 

তবে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে নাইট ফ্র্যাঞ্চাইজি। সেই কারণে এবার মাত্র ৫১ কোটি টাকা নিয়ে নিলামে নামতে চলেছে কিং খানের দল। মেগা নিলামে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগ শক্তিশালী করার ক্ষেত্রে সবসময় বাড়তি নজর দিয়ে থাকে কেকেআর টিম ম্যানেজমেন্ট। দলের দুই প্রধান স্পিনার ও এক ভারতীয় পেসারকে রিটেন করায় নিলামে বিদেশী পেসারের দিকে যাবে কেকেআর। 

শোনা যাচ্ছে যে, আপাতত ৩ পেসার র‍্যাডারে রয়েছে নাইটদের। তাঁরা কারা? চলুন জেনে নেওয়া যাক। তালিকার প্রথম নাম মার্কো জানসেন। আসন্ন মেগা নিলামে দক্ষিণ আফ্রিকার তারকা বাঁ হাতি পেসার মার্কো জানসেনের জন্য নিলামে ঝাঁপাতে পারে কেকেআর। জানসেনের উচ্চতা, গতি ও বল সুইং করানোর ক্ষমতা বড় অস্ত্র হতে পারে কেকেআরের। 

এছাড়া, ব্যাটিং হাতও যথেষ্ট ভাল এই প্রোটিয়া তারকার। এর পাশাপাশি, কেকেআরের র‍্যাডারে রয়েছে সাড়ে ছয় ফুট উচ্চতার এক ভয়ঙ্কর বিদেশী পেসার। ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে আগুন ঝরানো বোলিং করে সকলের নজর কেড়েছেন তিনি। সেই পেসার হলেন নিউজিল্যান্ডের উইল ও রর্ক। 

নিজের বিচক্ষণতা, লাইন-লেন্থ-সুইংয়ের পরিচয় দিয়েছেন এই দীর্ঘকায় পেসার। তাই এবার তাঁকে দলে নিতে পারে নাইটরা। পাশাপাশি, মিচেল স্টার্ককে ফের দলে ফেরাতে পারে কেকেআর। গতবার ২৪.৭৫ কোটি দিয়ে অজি স্পিড স্টার মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর। এখনও আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার তিনি। 

গ্রুপ পর্বে খুব একটা ভাল পারফর্ম না করতে পারলেও কোয়ালিফায়ার ও ফাইনালে ম্যাচ উইনিং বোলিং করেছিলেন স্টার্ক। রিটেন না করলেও নিলামে ফের অজি তারকার জন্য ঝাঁপাতে পারে কেকেআর। তবে শেষমেষ কাকে দলে নিতে পারবে নাইটরা, তার উত্তর দেবে একমাত্র সময়। 









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন