সমকালীন প্রতিবেদন : মেগা নিলামে দুর্দান্ত দল তৈরি করল কলকাতা নাইট রাইডার্স। বিশেষ করে নিলামের দ্বিতীয় দিন শেষবেলায় পর পর বেশ কয়েকজন ক্রিকেটারকে তুলে নিয়েছে নাইটরা। পুরনো ক্রিকেটারদের মধ্যে কয়েকজনকে যেমন ফিরিয়ে নিল নাইট শিবির, তেমনই বেশ কিছু নতুন ক্রিকেটারকেও দলে নেওয়া হয়েছে।
দলের সিইও বেঙ্কি মাইসোর রবিবার বলছিলেন তাঁদের পরিকল্পনার কথা। সেটা দেখা গেল সোমবারেও। গতবারের আইপিএল জয়ী দলের মোট ১১ জনকে রেখে এবারের দল তৈরি করেছে কেকেআর। সেই সঙ্গে পেয়ে গিয়েছে মিচেল স্টার্ক এবং ফিল সল্টের পরিবর্তও। আইপিএল নিলামের আগেই ৬ জন ক্রিকেটারকে রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স।
তার মধ্যে সর্বোচ্চ ১৩ কোটি টাকা দিয়ে রিটেন করেছিল রিঙ্কু সিংকে। এছাড়াও, ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তীকে ১২ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে নাইট শিবির। এদিকে আবার হর্ষিত রানা এবং রমনদীপ সিংকে ৪ কোটি টাকায় রিটেন করেছে কেকেআর।
তবে স্টার্ককে দলে রাখেনি তাঁরা। পরিবর্তে সাড়ে ৬ কোটি টাকায় দক্ষিণ আফ্রিকার পেসার অনরিক নখিয়াকে নিয়েছে কেকেআর। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি'কককে ৩ কোটি ৬০ লক্ষ টাকায় নিয়েছে নাইট শিবির। ৩ কোটি টাকায় পুরনো নাইট অঙ্গকৃষ রঘুবংশীকে এবারও দলে নিয়েছে কেকেআর।
এদিকে, নিলামে বেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনা হয়েছে। কেকেআরের এবারের দলে সবচেয়ে দামি ক্রিকেটার তিনিই। পাশাপাশি, ২.৮০ কোটি টাকায় স্পেনসার জনসনকে নিয়েছে শাহরুখ খান-জুহি চাওলার দল। ২ কোটি টাকায় আফগান উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজ এবং ইংরেজ অলরাউন্ডার মঈন আলিকে এবারও দলে নিয়েছে কেকেআর।
এছাড়াও, বৈভব অরোরা গতবারও ছিলেন কেকেআরে। এবার ১.৮০ কোটি টাকায় তাঁকে নিয়েছে নাইট শিবির। এদিকে, ক্যারিবিয়ান তারকা রোভম্যান পাওয়েলকে দেড় কোটি টাকায় কিনেছে কেকেআর। অজিঙ্ক রাহানেকেও দেড় কোটি টাকায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পাশাপাশি, ৭৫ লক্ষ টাকায় জম্মু ও কাশ্মীরের ফাস্টবোলার উমরন মালিককে নিয়েছে কেকেআর।
মণীশ পাণ্ডেকে ৭৫ লক্ষ টাকায় এবং অনুকূল রায়কে ৪০ লক্ষ টাকায় দলে নিয়েছে নাইটরা। তাঁরা দুজনেই আগে ছিলেন নাইট শিবিরে। এদিকে, ৩০ লক্ষ টাকায় লুভনিথ সিসোদিয়াকে কিনেছে নাইট শিবির। বেস প্রাইস ৩০ লক্ষ টাকায় ময়ঙ্ক মারকান্ডেকে দলে নিয়েছে কেকেআর। কেমন হল নাইটদের নতুন দল? জানান আপনারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন