সমকালীন প্রতিবেদন : গত সিজনের মিনি নিলামে সব ফ্র্যাঞ্চাইজিকে চমক দিয়ে মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারকে দলে নিতে প্রায় ২৫ কোটি টাকা ঢেলেছিল নাইট শিবির। কিন্তু এবার এই দুর্দান্ত বোলারকে রিটেন করেনি টিম ম্যানেজমেন্ট। সেই কারণে, এবার অন্য ফাস্ট বোলার নিতে চাইবে নাইট শিবির।
মনে করা হচ্ছে যে, এবার আর বিদেশি নয়, ভারতীয় ফাস্ট বোলারের উপর বিনিয়োগ করবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। কিন্তু কোন বোলারকে দলে নেবে কেকেআর? স্টার্কের জায়গা নেওয়ার জন্য যোগ্য ভারতীয় বোলার কেই না রয়েছেন? চলুন এই সম্পর্কে কিছু সম্ভাবনার তথ্য আপনাদের সামনে তুলে ধরা যাক।
আসন্ন মেগা নিলামে যে বিভাগগুলির দিকে কেকেআরের সবথেকে বেশি নজর রয়েছে, তা হল পেস বোলিং অ্যাটাক। শোনা যাচ্ছে যে, টি-২০ ক্রিকেটের এমন একজন পেসারকে চাইছে কেকেআর, যিনি নতুন বলে সুইং করানোর পাশাপাশি ডেথ ওভারে পুরনো বলেও পারদর্শী হন। সেই কারণেই এবার কেকেআরের নজরে রয়েছে তরুণ ভারতীয় বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের উপর।
পঞ্জাব কিংসে ভাল পারফরম্যান্সের পরও প্রীতি জিন্টার দল তাঁকে এবার ছেড়ে দিয়েছে। গত মরশুমেও পঞ্জাবের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। উল্লেখ্য, চলতি বছরে টি-২০ বিশ্বকাপে ভারতের ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন অর্শদীপ সিং। ২০২৪ টি-২০ বিশ্বকাপে ১৭ টি উইকেট নিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন বাঁ হাতি পেসার।
অর্শদীপ নতুন বলে সুইং করে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন। একইসঙ্গে ডেথ ওভারে তাঁর কাঁটার মতো ইয়র্কার খেলতে হিমসিম খেয়েছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটার। ফলে, কেকেআরের পেস অ্যাটাকে আদর্শ হতে পারেন অর্শদীপ সিং।
এবার আইপিএল নিলামে ২ কোটি টাকার বেস প্রাইসে রয়েছেন অর্শদীপ সিং। তার জন্য নিলামে একাধিক দল ঝাঁপাবে। নিলামে উঠবে টাকার ঝড়। কেকেআর শেষ পর্যন্ত অর্শদীপকে নিতে পারে কিনা, তার উত্তর মিলবে ২৪ ও ২৫ নভেম্বরের মধ্যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন