সমকালীন প্রতিবেদন : বৃহস্পতিবার সকাল থেকেই গুঞ্জন ছিল, নাইটদের রিটেনশন তালিকায় নাও থাকতে পারেন বহুযুদ্ধের সৈনিক আন্দ্রে রাসেল। কিন্তু শেষ মুহূর্তে একটা ফোন। আর তাতেই খেলা ঘুরে গেল। কেকেআরেই থাকছেন আন্দ্রে রাসেল। আর সেই ফোনের অপর প্রান্তে যিনি ছিলেন, তিনি নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। সেই সঙ্গে প্রকাশ্যে এল আইপিএল ২০২৫-র জন্য কাদের ধরে রাখছে কেকেআর।
কেকেআর-এর রিটেনশন তালিকায় প্রথম নামটি রয়েছে রিঙ্কু সিংয়ের। তিনি পাচ্ছেন ১৩ কোটি। এর বাইরে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকেও দেওয়া হবে ১২ কোটি। রাসেলও ১২ কোটিই পাবেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার যে নিলাম টেবিলে উঠবেন, সেটা স্পষ্টই ছিল। বরং আনক্যাপড প্লেয়ার হিসেবে নাইটরা ধরে রাখছে দুজনকে।
রিঙ্কু সিং যে বল হাতে চমক দেখাতে পারেন, সেটা শ্রীলঙ্কা সফরে প্রমাণ হয়ে গিয়েছে। অন্যদিকে, যুব এশিয়া কাপে অসাধারণ পারফর্ম করেছিলেন রমনদীপ। ফিল্ডিংয়েও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। হর্ষিত রানা গতবারের অন্যতম আবিষ্কার। ভারতীয় দলে ঢোকার জন্য প্রায় প্রস্তুত। বরুণ চক্রবর্তীর প্রত্যাবর্তন ঘটেছে দেশের জার্সিতে।
সব মিলিয়ে গতবারের নিউক্লিয়াসটাই ধরে রাখল নাইট রাইডার্স। তবে তাদের হাতে আরটিএম নেই। ফলে ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ারের মতো ব্যাটারকে নিলাম থেকে তোলার সুযোগ হারাল। অন্যদিকে, বহু অর্থ ব্যয় করে কেনা মিচেল স্টার্ককেও ছেড়ে দিয়েছে কেকেআর। এখনও নাইটদের হাতে ৫১ কোটি টাকা রয়েছে। এবার দেখার বিষয় এটাই যে, এই টাকা দিয়ে নাইটরা কাঁদের দলে নেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন