Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

এবার রাসেলকে নিয়ে চিন্তায় কেকেআর শিবির

 

KKR-Camp

সমকালীন প্রতিবেদন : গত ৩১ অক্টোবর অন্যান্য আইপিএল ফ্র্যাঞ্চাইজির মতো রিটেনশন তালিকা প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। আর সেখানেই চমক দিয়েছে দল। ট্রফি জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেঁটে ফেলার সাহস দেখিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাঁর আর্থিক দাবীর সাথে সম্মত হতে পারেন নি শাহরুখ খান, ভেঙ্কি মাইশোর’রা। 

বদলে তাঁরা প্রথম রিটেনশন স্লটটি দিয়েছেন রিঙ্কু সিং-কে। ১৩ কোটি টাকা পেয়েছেন তিনি। এছাড়া, বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন’কে ১২ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজি। দুই আনক্যাপড তারকা রমনদীপ সিং ও হর্ষিত রাণা’র জন্য’ও চার কোটি করে খরচ করছে কলকাতা। 

সংবাদমাধ্যমে গুঞ্জন শোনা গিয়েছিলো যে, নাইট রাইডার্সে আর থাকবেন না আন্দ্রে রাসেল। কিন্তু শাহরুখের এক ফোনেই ১৮০ ডিগ্রী ঘুরেছে রাসেলের অবস্থান। দাম কমিয়ে ১২ কোটিতেই কলকাতায় থেকে গিয়েছেন তিনি। তবে নাইট শিবিরে এখন রাসেলকে নিয়ে চিন্তা বাড়ছে। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে এখন টি-২০ সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। 


আর এই সিরিজে মাঠে নেমেছেন আন্দ্রে। সেখানেই তিনি চোট পেয়েছেন বলে খবর। এখনও ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ বাকি রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। সেন্ট লুসিয়ায় সেই তিন ম্যাচে রাসেল আদৌ মাঠে ফিরতে পারবেন কিনা, তা নিয়ে কোনো তথ্য এখনও প্রকাশ করা হয় নি। এমনকি তাঁর চোট কতটা গুরুতর, তাও জানা যায় নি এখনও। 


ফলে চিন্তা বাড়ছে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের। রিটেনশন তালিকায় ৫৭ কোটি খরচ করার পরেও মেগা নিলামের জন্য তাদের হাতে পড়ে রয়েছে মাত্র ৫১ কোটি টাকা। আইপিএলের নিয়মের জটে আটকে অতিরিক্ত ১২ কোটি বাদ গিয়েছে অকশন পার্স থেকে। এরপর যদি রাসেল’ও আগামী মার্চ বা এপ্রিলে শুরু হতে চলা টুর্নামেন্ট থেকে ছিটকে যান, তাহলে স্কোয়াড যে বেশ দুর্বল হয়ে পড়বে, তা বুঝতে পারছেন সকলেই। 


‘মাস্‌ল রাসেল’-এর আঘাত যেন গুরুতর না হয়, চলছে সেই প্রার্থনাই। ২০১৪ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে আসছেন আন্দ্রে রাসেল। প্রথম মরসুমে ট্রফি জিতলেও সেই সাফল্যে বড় ভূমিকা নেন নি ক্যারিবিয়ান অলরাউন্ডার। তবে এরপর থেকে নিয়মিত কলকাতা দলের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন তিনি। 


দেখতে দেখতে এক দশক বেগুনি-সোনালী জার্সি গায়ে চাপিয়ে কাটিয়ে ফেলেছেন। ১২০ ম্যাচে অংশ নিয়ে ২৪২৬ রান করেছেন। তুলে নিয়েছেন ১১৪ উইকেট। জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার। ২০২৪-এ এক দশকের অপেক্ষা শেষে নাইটদের তৃতীয় আইপিএল ট্রফি জয়ের অন্যতম কারিগর রাসেল। 


লোয়ার অর্ডারে নেমে ১৫ ম্যাচে ১৮৫ স্ট্রাইক রেটে ২২২ রান করেছেন তিনি। সাথে তুলে নিয়েছিলেন ১৯ উইকেট। আগামীতেও রাসেলকে চেনা ছন্দেই দেখতে চান নাইট সমর্থকেরা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন