Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

প্রথম একাদশ তৈরি করতেই হিমশিম খেতে হবে কেকেআরকে

KKR-11

সমকালীন প্রতিবেদন : মেগা নিলামের পর কেকেআর মোট ২১ জনকে নিয়ে দল গড়েছে। আইপিএল নিলামের আগেই ৬ জন ক্রিকেটারকে রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে সর্বোচ্চ ১৩ কোটি টাকা দিয়ে রিটেন করেছিল রিঙ্কু সিংকে। ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ১২ কোটি টাকা দিয়ে রিটেন করেছে কেকেআর। 

১২ কোটি টাকা দিয়েই ক্যারিবিয়ান বিস্ময় স্পিনার সুনীল নারিনকে ধরে রেখেছে নাইট শিবির। বরুণ চক্রবর্তীকে ১২ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে কেকেআর। হর্ষিত রানাকে ৪ কোটি টাকায় রিটেন করেছে কেকেআর। রমনদীপ সিংহকে রিটেন করা হয়েছে ৪ কোটি টাকায়। এদিকে, নিলামের টেবিল থেকে সাড়ে ৬ কোটি টাকায় দক্ষিণ আফ্রিকার পেসার অনরিক নখিয়াকে নিয়েছে কেকেআর। 

দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি'কককে ৩ কোটি ৬০ লক্ষ টাকায় নিয়েছে নাইট শিবির। ৩ কোটি টাকায় পুরনো নাইট তারকা অঙ্গকৃষ রঘুবংশীকে এবারও দলে নিয়েছে কেকেআর। নিলামে বেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনা হয়েছে। কেকেআরের এবারের দলে সবচেয়ে দামি ক্রিকেটার তিনিই।

২.৮০ কোটি টাকায় স্পেনসার জনসনকে নিয়েছে শাহরুখ খান-জুহি চাওলার দল। কিন্তু এইসব প্লেয়ারদের নিয়ে কিভাবে একাদশ সাজাবে নাইটরা? তাহলে চলুন কেকেআরের সম্ভাব্য একাদশ সম্পর্কে জেনে নেওয়া যাক। দলের হয়ে ওপেনিং করতে পারেন সুনীল নারিন ও কুইন্টন ডি'কক। 

তবে এক্ষেত্রে কোনও কোনও ম্যাচে ডি'ককের পরিবর্তে ওপেনিংয়ে রহমানউল্লাহ গুরবাজকে দেখা যেতে পারে। দলের মিডল অর্ডার সামলানোর দায়িত্ব পেতে পারেন অঙ্গকৃষ রঘুবংশী কিংবা অজিঙ্ক রাহানে। এছাড়াও, প্রথম একাদশে থাকতে পারে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল ও রমনদীপ সিংয়ের নাম। 

বোলার হিসেবে প্রথম একাদশে থাকবেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা- এই তিন ভারতীয় বোলার। এদিকে, বিদেশি বোলারের মধ্যে হয় অনরিক নখিয়াকে খেলানো হবে কিংবা সুযোগ পেতে পারেন স্পেনসার জনসন। এভাবেই হয়তো রণনীতি সাজাবে নাইট শিবির। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন