সমকালীন প্রতিবেদন : আইপিএলের আসন্ন মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স সর্বাধিক ১৯ জন ক্রিকেটারকে নিতে পারবে। কারণ, গতবারের আইপিএল চ্যাম্পিয়ন দল ইতিমধ্যে ৬ জনকে ধরে রেখেছে রিটেনশনের মাধ্যমে। কেকেআর রেখে দিয়েছে রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা এবং রমনদীপ সিংকে।
সুনীল নারিনকে দিয়েই নাইটরা ওপেন করাবে বলে মনে করা হচ্ছে। ফলে ওপেনারদের মধ্যে কেকেআরের টার্গেটে থাকতে পারেন ইংল্যান্ডের দুই তারকা। ফিল সল্টকে কেকেআর নিলাম থেকে কিনে দলে ফেরাতে পারে। এমনকী ঝাঁপাতে পারে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলারের জন্য।
কারণ, বিগত একাধিক মরশুমে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেছেন। ফলে বাটলারকে নিলে কেকেআর এক ঢিলে দুই পাখি মারতে পারবে। একদিকে যেমন ওপেনিং জুটি নিয়ে চিন্তা মিটবে, তেমনই বাটলারকে অধিনায়কও করে দিতে পারে কেকেআর।
এদিকে আবার শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্ক, ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানাদের কেকেআর ছেড়ে দিয়েছে। তবে তাঁদের নিলাম থেকে কিনে ফেরাতেও পারে শাহরুখের দল। বিহারের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে ভেঙ্কটেশ শতরান হাঁকিয়েছেন। এছাড়া, অঙ্গকৃষ রঘুবংশীও কেকেআরকে ভরসা জুগিয়েছেন। বছর ১৯-এর এই ক্রিকেটারকেও কেকেআর নিলাম থেকে কিনতে পারে।
পাশাপাশি, পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছে অর্শদীপ সিংকে। এদিকে আবার আইপিএল ইতিহাসে রেকর্ড দর পাওয়া মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছে কেকেআর। তবে স্টার্ক নন, কেকেআর প্রাক্তন নাইট ট্রেন্ট বোল্টকে আইপিএল থেকে কিনে নিতেই পারে। তবে আদতে কাদের নেবে দল, তার উত্তর মিলবে নিলামের টেবিলেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন