Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

বর্ডার-গাভাস্কার ট্রফির আগে অস্ট্রেলিয়া বধের গুরুমন্ত্র জানিয়ে দিলেন বুমরাহ

 

Jasprit-Bumrah

সমকালীন প্রতিবেদন : ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে চুনকাম হয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে গিয়েছে ভারত। এই সিরিজটি ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ। যদিও এখন তেমন ছন্দে নেই। স্বাভাবিকভাবেই চাপ অনেকটা বেশি বিরাট কোহলিদের উপর। কিন্তু আপাতত প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বুমরাহরা। তাঁরা নিজেদের দিকে লক্ষ্য রেখেছেন। 

আত্মবিশ্বাসে ভর করে সিরিজ জিততে চায় টিম ইন্ডিয়া। এই বিষয়ে বুমরাহ বলেন, “যে কোনও পরিস্থিতিতে আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে সে কথাই হচ্ছে। আমরা আত্মবিশ্বাসে ভর করে এগোতে চাই। যখন আপনি শুধু নিজের প্রস্তুতির দিকে মন দেন ও আত্মবিশ্বাসের সঙ্গে খেলেন, সেটা মাঠে দেখা যায়। বাকিটা নিজে থেকেই হয়ে যায়।”

তবে শুধুই কি আত্মবিশ্বাস নিয়ে ম্যাচ জেতা যায়? অস্ট্রেলিয়ার মতো দেশের বিরুদ্ধে নামার আগে একটা পরিষ্কার পরিকল্পনা দরকার। ভারতীয় দল যে সেই প্রস্তুতিও সারছে, তা অনুশীলনে বোঝা গিয়েছে। ব্যাটসম্যানদের কঠিন পরিস্থিতিতে ফেলা হয়েছে। কঠোর অনুশীলন করেছেন কোহলিরা। অস্ট্রেলিয়ায় জিততে হলে স্লিপ ক্যাচিং খুব গুরুত্বপূর্ণ। 

তাই স্লিপ ক্যাচিংয়ের দিকে বেশি নজর দিয়েছেন গৌতম গম্ভীরেরা। এবার যে দল অস্ট্রেলিয়ায় নামবে, তাতে অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন। যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পড়িক্কল, সরফরাজ খান, ধ্রুব জুরেল, আকাশদীপদের অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা নেই। প্রথম টেস্টে ‌থাকছেন না রোহিত শর্মা এবং শুভমন গিল। সেক্ষেত্রে বিকল্প ভাবনা রাখছে ভারত।

এই দুই প্লেয়ার না থাকায় কোহলি, ঋষভ পন্থ, বুমরাহ, রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনের উপর বাড়তি দায়িত্ব রয়েছে। গত দু’বার অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিতেছে ভারত। তার মধ্যে গতবার প্রায় অনভিজ্ঞ একটি দল সেখানে গিয়ে জিতেছিল। তাই বেশি চাপ নিতে চাইছেন না বুমরাহরা। শুধু নিজেদের উপর ভরসা রাখতে চাইছেন। সেটাই জানিয়েছেন ভারতের অধিনায়ক।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন