Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

সিরিজ হেরে সিংহাসন হারালেন জশপ্রীত বুমরাহ

 

Jasprit-Bumrah

সমকালীন প্রতিবেদন : কয়েকদিন আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছে ভারত। ঘরের মাঠে জোড়া টেস্ট হারতেই সিরিজ হাতছাড়া হয়েছে রোহিত শর্মাদের। আর এবার এই খারাপ ফলের জেরে প্রাপ্ত সম্মান হারালেন ভারতীয় ক্রিকেটেররা। কারণ, এবার আইসিসি টেস্ট বোলিং ব়্যাঙ্কিংয়ে জশপ্রীত বুমরাহকে সরিয়ে প্রথম স্থান দখল করলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা। 

একইসঙ্গে এর জেরে প্রথম সেরা ১০ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলিও। এমনকি ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থও ছিটকে গেছেন প্রথম ১০ থেকে। বুমরাহ সম্প্রতি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট-এ টার্নিং ট্র্যাকে খুব বেশি প্রভাব ফেলতে পারেননি। তিনি কোনও উইকেট পাননি। 

সেই কারণে রাবাদা ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডকে এগিয়ে দিয়ে ব়্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন তিনি। এদিকে, ভারতের তারকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও দুই ধাপ নেমে ব়্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছেন। পাকিস্তানের স্পিনার নোমান আলি রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর দলের সাম্প্রতিক সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট-এ দুর্দান্ত খেলে সেরা দশে উঠে এসেছেন। 

নোমান আটজনকে পেরিয়ে নবম স্থানে উঠে এসেছেন। যা টেস্ট বোলারদের কেরিয়ার রেটিংয়ের তালিকায় তাঁকে বিশেষ স্থান দিল। এছাড়াও, ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা বিরাট ক্ষতির মুখে পড়েছেন। ব্যাটসম্যানদের তালিকায় কোহলি ৭ ধাপ পিছিয়ে ১৪তম স্থানে নেমে গিয়েছেন। 

দ্বিতীয় টেস্টে তিনি ব্যর্থ হয়েছিলেন। পুণেতে মোট ১৮ রান করেন তিনি। তার অ্যাকাউন্টে ৬৮৮ পয়েন্ট রয়েছে। অন্যদিকে, ৯টি স্থান হারিয়েছে রোহিত। তিনি এখন ২৪ নম্বরে নেমে গেছেন। তার ৬৪৯ নম্বর রয়েছে। 'হিটম্যান' নামে পরিচিত রোহিত শর্মা পুণে টেস্টে শূন্য রানে আউট হওয়ার পাশাপাশি ৮ রান করেন। 

এদিকে, উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ খারাপ পারফরম্যান্সের কারণে পাঁচ ধাপ নেমে গিয়ে ১১ নম্বরে এসেছেন। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটাররা এই হারের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন