সমকালীন প্রতিবেদন : এটাকেই হয়তো টেস্ট ক্রিকেট বলে। যে পিচে ম্যাচের প্রথম দিন ১৭টা উইকেট পড়ল, দ্বিতীয় দিন সেখানে পড়ল মাত্র তিনটে। সেই তিন উইকেট অস্ট্রেলিয়ার, দিনের শুরুতেই পড়ে গিয়েছিল। তারপর গোটা দিনটা ব্যাট করলেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল।
দিনের শেষে ভারত বিনা উইকেটে ১৭২। ভারতের হাতে এখন লিড রয়েছে ২১৮ রানের। অর্থাৎ, এটা ফলাও করে বলা যায় যে, এই টেস্টে আপাতত চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া। তবে এখানেই শেষ নয়, এই টেস্টে বেশ কিছু রেকর্ডও তৈরি করেছে ভারতের এই ওপেনিং জুটি।
যশস্বী এবং রাহুল এদিন পার্থে রেকর্ড করলেন। আগামিকাল আরও বড় রেকর্ড হতে পারে। কারণ, বিগত ৩৭ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে ওপেনিং জুটিতে এটাই ভারতের সর্বোচ্চ রান। ১৯৮৬ সালে সুনীল গাভাসকর এবং কৃষ্ণমাচারী শ্রীকান্ত ১৯১ রানের পার্টনারশিপ করেছিলেন, সেটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ।
রবিবারের সকালে আর ২০ রান করলেই সেই রেকর্ড যশস্বী-রাহুলের দখলে চলে আসবে, আপাতত তাঁরা দুই নম্বরে। তিন নম্বরে রয়েছে ১৯৮১ সালে গাভাসকর এবং চেতন চৌহানের ১৬৫ রানের পার্টনারশিপ। এরপরে ২০০৩ সালে আকাশ চোপড়া এবং বীরেন্দ্র সেহবাগের অপরাজিত ১২৬ রানের জুটি রয়েছে।
১৯৪৮ সালে বিনু মানকর এবং চাঁদু সর্বাতের ১২৪ রানের পার্টনারশিপ রয়েছে পঞ্চম স্থানে। অস্ট্রেলিয়া এদিন ৪৭ ওভার বল করেছে, আক্রমণে এসেছেন সাতজন অজি। কিন্তু ভারতীয় ওপেনারদের রক্ষণ কেউ ভাঙতে পারেননি। ১৯৩ বলে ৯০ রান করে অপরাজিত রয়েছেন যশস্বী। আজ রাতে উত্তেজনায় হয়তো ঘুম হবে না তাঁর।
আর ১০টা রান করতে পারলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি আসবে। ১৫৩ বলে ৬০ করে টিকে আছেন রাহুলও। প্রথম ইনিংসে দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন, এবার সুদে-আসলে পুষিয়ে নিতে চাইবেন। এখন এই টেস্টের ফলাফল যাই হোক না কেন, যেভাবে পার্থের পিচে ভারতীয় ব্যাটসম্যান ও বোলাররা দাপট দেখালেন, তা মনে রাখবেন ভক্তরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন