Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

পন্টিংয়ের খোঁচার যোগ্য জবাব দিলেন ভারতের কোচ

 

Indian-coach

সমকালীন প্রতিবেদন : আইপিএল-এর ময়দানে প্রকাশ্যে বিবাদ ঘটলেও ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে বার বার বিরাট কোহলির ঢাল হয়ে দাঁড়িয়েছেন গৌতম গম্ভীর। দীর্ঘদিন কোহলির ব্যাটে রান নেই। সমালোচনা হচ্ছে। সেই সমালোচনাকে পাত্তা দিতে নারাজ গম্ভীর। আরও একবার একই কাজ করতে দেখা গেল তাঁকে। 

সম্প্রতি, কোহলির ব্যাটিংয়ের সমালোচনা করেছিলেন রিকি পন্টিং। তাই অস্ট্রেলিয়া সফরের আগে পন্টিংকে পাল্টা জবাব দিলেন গম্ভীর। ভারতীয় ক্রিকেটারদের নিয়ে তাঁকে না ভাবার পরামর্শ দিয়েছেন তিনি। উল্লেখ্য, শেষবার ২০২৩ সালে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপে শতরান করেছিলেন কোহলি। 

তারপর থেকে শতরান নেই তাঁর ব্যাটে। চলতি বছর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধেও চুপ থেকেছে তাঁর ব্যাট। সেই কারণে, অস্ট্রেলিয়া সফরের আগে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে কোহলিকে নিয়ে। তারই অংশ হিসাবে কোহলির সমালোচনা করেছেন পন্টিং। 

তিনি বলেন, “শেষ পাঁচ বছরে দুটো শতরান করেছে কোহলি। যদি অন্য কোনও ক্রিকেটার এই পারফর্ম করত, তা হলে সে দলে থাকত না। কোহলি বলেই টিকে আছে।” অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে এই খোঁচার জবাব দিয়েছেন গম্ভীর। 

তিনি বলেন, “ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের কী কাজ? আমার মনে হয় ওর অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে চিন্তা করা উচিত। বিরাট, রোহিতকে নিয়ে তো ওর চিন্তা করার কোনও কারণই নেই।” আরও একবার ভারতের দুই সিনিয়র খেলোয়াড়ের রানের খিদের কথা শোনা গিয়েছে গম্ভীরের মুখে। 

তিনি বলেন, “ওরা ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। ওদের সাফল্যের কথা সকলেই জানে। এখনও ওদের অনেক কিছু দেওয়ার আছে। ওদের রানের খিদে এখনও প্রথম দিনের মতো। এর থেকেই বোঝা যায় যে, ওরা দলকে জেতাতে চায়। এই রানের খিদেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জানি ওরা তাড়াতাড়ি বড় রানে ফিরবে।” হয়তো গম্ভীরের এই ভরসার মান রাখবেন কোহলি। অস্ট্রেলিয়া সফরে তাঁর ব্যাটেও হয়তো আসবে একটা ঝকঝকে সেঞ্চুরি। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন