Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

বাঘের ডেরায় গিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারালো ভারত

 

India-defeated-South-Africa

সমকালীন প্রতিবেদন : শুক্রবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে ১৩৫ রানে হারিয়ে দিয়েছে ভারত। একইসঙ্গে একতরফাভাবে সিরিজও জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুধু ৩-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় নয়, একাধিক রেকর্ডও গড়ল ভারত। বলা ভাল, সঞ্জু স্যামসন এবং তিলক ‌ভার্মা মিলে একাধিক রেকর্ড গড়লেন। 

তাঁদের শতরানে ভারত প্রথমে ব্যাট করে ২৮৩ রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় ১৪৮ রানে। কী কী রেকর্ড তৈরি হল ম্যাচে? চলুন জেনে নেওয়া যাক। সঞ্জু এই বছরেই টি-টোয়েন্টিতে তিনটি শতরান করে ফেললেন। এক বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতগুলি শতরান করার রেকর্ড কোনও ব্যাটসম্যানের নেই। 

এর আগে রোহিত শর্মা, কলিন মুনরো, রিলি রুসো, ফিল সল্ট এবং সূর্যকুমার যাদব একই বছর দু’টি শতরান করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন সঞ্জু। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে টি-টোয়েন্টিতে একই সিরিজে দু’টি শতরান করেন সঞ্জু। সেই তালিকায় দ্বিতীয় নাম তিলক। আগের ম্যাচেই শতরান করেছিলেন তিনি। একই সিরিজে পর পর দু’টি শতরান করার নজির গড়লেন তিলক।

এর পাশাপাশি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথমবার একই দলের দুই ব্যাটসম্যান একই ইনিংসে শতরান করলেন। এর আগে আইপিএলে এমনটা দেখা গিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির ম্যাচে কখনও এই কীর্তি ঘটেনি। তিলক এবং সঞ্জুর শতরানে শুক্রবার এই রেকর্ড গড়ে ভারত। 

পাশাপাশি, টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় উইকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন সঞ্জু এবং তিলক। শুক্রবার তাঁরা ২১০ রান করেন। এর আগে ২০১৪ সালে নামিবিয়ার হয়ে সাইব্রান্ড এঞ্জেলব্রেখট এবং মাইকেল লেভিট ১৯৩ রানের জুটি গড়েছিলেন। এত দিন দ্বিতীয় উইকেটের জুটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই ছিল রেকর্ড। যা ভেঙে দিলেন সঞ্জুরা।

পাশাপাশি, টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে এক ইনিংসে এত ছক্কা কখনও মারেনি ভারত। তাদের ২২টি ছক্কা মারার নজির ছিল। শুক্রবার সব মিলিয়ে ২৩টি ছক্কা মারেন ভারতের তিন ব্যাটার। তিলক ১০টি ছক্কা মারেন। সঞ্জু মারেন ন’টি এবং অভিষেক শর্মা মারেন চারটি ছয়। 

এর আগেও ভারত অনেকবার টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ রানের গণ্ডি পার করেছে। কিন্তু এত কম বলে কখনও তা করতে পারেনি। শুক্রবার ১৪.১ ওভারেই ২০০ রানের গণ্ডি পার করেন সঞ্জুরা। যা একটি নজির হয়ে থেকে যাবে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন