সমকালীন প্রতিবেদন : দলীয় নেতৃত্বের ঘোষণার পরেও নদীর চর এবং পূর্ত দপ্তরের জায়গা দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বেআইনী এইসব নির্মাণ ভেঙে সরকারি জায়গা দখলমুক্ত করার দাবিতে রাস্তায় নেমে আন্দোলন শুরু করল বিজেপি। যদিও তৃণমূল নেতৃত্বে এখনও বেআইনী নির্মানের বিরুদ্ধে বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বাগদা থানা এলাকার ঘটনা।
বাগদা থানার একটি বড় অংশের উপর দিয়ে বয়ে গেছে বেত্রবতী নদী। একসময় এই নদী বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে। এই নদীর জায়গা দখল করে পূর্ত দপ্তরের অধীনে থাকা সরকারি জমির উপর একের পর এক বেআইনী নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাগদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সঞ্জিত সরদারের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলেছে বিজেপি।
বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, বিজেপির সৌরভ গয়ালির অভিযোগ, 'বাগদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সঞ্জিত সরদার নদীর চর এবং পূর্ত দপ্তরের জায়গা দখল করে একের পর এক বেআইনী নির্মানের কাজ করে যাচ্ছেন। ওই এলাকায় বহু এই ধরনের বেআইনী দোকান তৈরি হয়েছে।' এব্যাপারে তিনি স্থানীয় থানা, বিডিও, মহকুমা শাসক, জেলাশাসক এমনকি রাজ্যের মুখ্য সচিবকে মেল করে অভিযোগ জানিয়েছেন।
তাঁর আরও অভিযোগ, 'বাগদার উপনির্বাচনের আগে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী এলাকায় এসে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে, তৃণমূলের কোনো জনপ্রতিনিধি বা নেতা যদি সরকারি জমি দখল করে কোন বেআইণী নির্মাণ করে, তাহলে তা ২৪ ঘন্টার মধ্যে ভেঙে দেওয়া হবে। কিন্তু বাস্তবিক দেখা যাচ্ছে, তাদের দলের নেতারাই এই কাজের সঙ্গে যুক্ত।'
যদিও জমি দখলের অভিযোগ অস্বীকার করে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার জানান, 'ওই এলাকায় আমার নিজের কোন দোকানঘর বা নির্মান নেই। এলাকার কিছু বেকার যুবক সরকারি জায়গার উপর দোকান নির্মাণ করে জীবনধারণ করছেন। বিজেপি অকারণ বদনাম করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। প্রশাসন চাইলে যেকোনও সময় ওই নির্মান ভেঙে দিতে পারে।'
এ ব্যাপারে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস জানান, 'তৃণমূল সরকার কোনও বেআইনী নির্মানকে প্রশ্রয় দেয় না। দলের বা অন্য যেকেউ যদি সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ করে, তাহলে অবিলম্বে সেই নির্মাণ ভেঙে দেওয়ার জন্য প্রশাসনকে বলা হয়েছে। প্রশাসন নিশ্চয়ই তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে।'
এদিকে, বেআইনী নির্মানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং বেআইনী নির্মাণ ভেঙে দেওয়ার দাবিতে শুক্রবার সকালে বাগদার কৃষি মান্ডির সামনে বাগদা–বনগাঁ রাস্তা অবরোধে নামেন বিজেপি নেতাকর্মীরা। প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন