Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

ইডেন গার্ডেন্সেই হবে আসন্ন আইপিএল মরশুমের উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ

 

IPL-opening-at-Eden

সমকালীন প্রতিবেদন : ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৫-এর ফাইনাল কি হবে? এনিয়ে এখন থেকেই জল্পনার অন্ত নেই। সিএবি সভাপতি অবশ্য নিশ্চিত করেছেন যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং ফাইনাল কলকাতাতেই হবে। ইডেন গার্ডেন, ভারতের অন্যতম আইকনিক ক্রিকেট স্টেডিয়াম। 

এই স্টেডিয়াম আইপিএল ২০২৫-এও কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড থাকছে। কিন্তু, তার মধ্যেই শোনা যাচ্ছিল যে, কেকেআর ত্রিপুরায় তাদের দ্বিতীয় হোম গ্রাউন্ড তৈরি করবে। কিন্তু, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর সভাপতি, স্নেহাশিস গাঙ্গুলি আশাবাদী যে আসন্ন আইপিএলে ইডেনের ভূমিকা অক্ষুণ্ণ থাকবে। 

স্নেহাশিস জানিয়েছেন যে, কেকেআর তাদের সমস্ত হোম ম্যাচ ইডেন গার্ডেনেই খেলবে। শুধু তাই নয়, গাঙ্গুলি ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন যে, ইডেনে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে। পাশাপাশি, আইপিএল ২০২৫-এর ফাইনালও হবে ইডেনেই। বর্তমানে ইডেন গার্ডেনে সংস্কার চলছে। 

সেই কারণেই কেকেআরের ম্যাচ অন্য জায়গায় সরানোর সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল। কিন্তু, খোদ সিএবি সভাপতিই তেমন কোনও সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, আইপিএল ২০২৫-এ কেকেআর-এর সমস্ত হোম ম্যাচই ইডেন স্টেডিয়ামেই হবে। ত্রিপুরার নতুন স্টেডিয়ামে খেলা চলে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। 

এই প্রসঙ্গে স্নেহাশিস বলেন, 'আমি খবরে দেখলাম যে, ত্রিপুরার ক্রিকেটসচিব বলছেন যে, ওখানে একটা নতুন স্টেডিয়াম হচ্ছে। সেখানে কেকেআরের কিছু ম্যাচ হবে। আমার মনে হয় না যে, কেকেআর তাতে রাজি হবে। কারণ, কেউ ইডেন গার্ডেন ছেড়ে যেতে চায় না। একটা ম্যাচ হলে ঠিক আছে। কিন্তু, তার বেশি না।'

উল্লেখ্য, গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কেকেআর। সেই সুবাদেই আগামী আইপিএলের ওপেনিং এবং ফাইনাল ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স। সেই দিক থেকে দেখতে হলে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলরা যে ১৮তম আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলবেন, তা একপ্রকার নিশ্চিত। 

তিলোত্তমার ক্রিকেট প্রেমীদের কাছে তাই এটা ডাবল সেলিব্রেশনের মতোই। আর কেকেআর যদি গত মরসুমের মতো এবারও ফাইনালে ওঠে, তা হলে তো নাইট অনুরাগীরা আরও উচ্ছ্বাসে মাতবেন। কারণ, ঘরের মাঠে ট্রফি ডিফেন্ড করার লক্ষ্যে ঝাঁপাবে নাইটরা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন