Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

প্রকৃতির কোলে এক দিন : ‌উইক এন্ডের অন্যতম ঠিকানা 'মিনি সমুদ্র' গাদিয়াড়া

 

Gadiara-on-the-weekend

সমকালীন প্রতিবেদন : ঠিক সমুদ্র নয়, আবার নদীও নয়, তাই বলা হয় মিনি সমুদ্র গাদিয়াড়া। ভাগীরথী, রূপনারায়ণ আর অদূরেই মিলিত হয়েছে দামোদর। তাই হাওড়া জেলার গাদিয়াড়া ভ্রমণ পিপাসুদের কাছে 'মিনি সমুদ্র'। গাদিয়াড়া হাওড়া জেলায় অবস্থিত হলেও এটা আসলে তিন জেলার সঙ্গমস্থল বলা যায়। হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও দঃ ২৪ পরগনা। কলকাতা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরত্বে অবস্থিত গাদিয়াড়া, উইকএন্ডে একদিনের ভ্রমণের জন্য এক দুর্দান্ত গন্তব্য।

এখানে হুগলি নদীর ব্যাপ্তি বহু বিস্তৃত। রূপনারায়ণ নদ এখানে এসে মিশেছে। অদূরেই গড়চুমুকে মিলেছে দামোদর। দূষণহীন বৈচিত্রময় গাদিয়ারা ২/৩ দিনের জন্য মন ভোলানো ভ্রমণ। দিনভর ভুটভুটি চলেছে অথৈ জলে, চলেছে জল উথাল পাথাল করে লঞ্চ আর মাঝেমাঝেই দেখবেন অতন্দ্র প্রহরীর মতো এগিয়ে চলেছে বড়ো বড়ো জাহাজ।

অদূরেই রূপনারায়নে সৃষ্টি 'মায়াচর' নৌকো করে ঘুরে আসতে পারেন। সত্যি এই অনুপম চর আপনাকে মায়া ধরিয়ে দেবে। পাশেই লাইট হাউজ। গাদিয়াড়ার সূর্যাস্ত যেন লাল টুকটুকে সূর্য আপনার চোখের সামনে টুপ করে ডুব দিলো। গাড়িয়ারা থেকে সকালে লঞ্চে নূরপুর এবং গেঁওখালি ঘুরে দুপুরে হোটেলে এসে লাঞ্চ করতে পারেন।

গাদিয়ারার অন্যন্য দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে ফর্ট মর্নিংটন পয়েন্ট। ইতিহাসের প্রতি আগ্রহী হলে এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। এখানে ব্রিটিশ আমলের স্মৃতিচিহ্ন দেখা যায়। এছাড়া, গাদিয়াড়ায় বিভিন্ন পিকনিক স্পট রয়েছে, যেখানে পরিবার বা বন্ধুবান্ধবদের নিয়ে একটা গোটা দিন কাটানো যায়।

যাতায়াত : হাওড়া স্টেশন, বাসস্ট্যান্ড থেকে ১৫ মিনিট পর পর বেশ আরামদায়ক বাস ছাড়ে। জাতীয় সড়ক ধরে পড়কপথে সময় ‌লাগে প্রায় ৩ ঘন্টা। একইভাবে ফেরার ব্যবস্থা আছে। যাত্রাপথটি খুবই মনোরম এবং আরামদায়ক। ট্রেনে হাওড়া থেকে বাগনান হয়ে চলে যাওয়া যায় গাদিয়াড়া। নদীর মাছ ওখানে মৎস্যরসিকদের বিশেষ আকর্ষণ। শীতে গেলে অতিরিক্ত পাওনা নির্ভেজাল খেঁজুরের রস।

থাকা ও খাওয়ার ব্যবস্থা : এখানে এখন অজস্র হোটেল ও লজ গড়ে উঠেছে। নদীর ধারের রিসর্টগুলির জানালা দিয়ে প্রকৃতির দৃশ্য দেখার অভিজ্ঞতা অসাধারণ। স্থানীয় খাবারের মধ্যে মাছের বিভিন্ন পদ যেমন চিংড়ি মালাইকারি, ইলিশ, এবং রুই খুব জনপ্রিয়। কয়েকটি থাকার জায়গার নাম– রূপনারায়ণ ট্যুরিস্ট লজ,  ট্যুরিজম সেন্টার, নিউ চলন্তিকা ,গাড়িয়াড়া রিসর্ট ইত্যাদি।  

গাদিয়াড়া একদিনের ভ্রমণের জন্য এক আদর্শ স্থান। এখানে প্রকৃতি, ইতিহাস এবং নদীর মেলবন্ধন ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা নিয়ে আসে। ২ দিনের আরাম আর ভেজালহীন বাতাসের জন্য প্রকৃতির কোলে এক শান্তিপূর্ণ দিন কাটাতে হলে গাদিয়াড়া অবশ্যই আপনার তালিকায় রাখা উচিত।‌ আর তাই বিশুদ্ধ অক্সিজেন নিয়ে শরীর ও মন তাজা করে ঘরে ফিরে আসুন গাড়িয়ারা। 




 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন