সমকালীন প্রতিবেদন : দুইদিনব্যাপী আইপিএলের মেগা নিলাম শেষ হয়েছে। সব ফ্র্যাঞ্চাইজিই আসন্ন মরশুমের জন্য নিজেদের দল গুছিয়ে নিয়েছে। ঋষভ পন্থ, কেএল রাহুলেরা দলবদল করেছেন। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন নীতীশ রানাও। রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলতে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলজয়ী তারকাকে। তবে মেগা নিলাম শেষের পরেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক হতে দেখা গেল নীতীশ-ঘরণীকে।
সোশ্যাল মিডিয়ায় নিলাম শেষের পরেই নীতীশ রানার স্ত্রী সাঁচি মারওয়া একটি পোস্ট করেন। সেই পোস্টে লেখা, 'আনুগত্য খুবই দামি। সকলের এটা দেখানোর সামর্থ্য থাকে না।' এই পোস্ট এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। সাঁচি সরাসরি কিছু না বললেও, অনেকেই মনে করছেন তাঁর এই পোস্টটি কেকেআরের উদ্দেশেই করা।
২০১৮ সাল থেকে কেকেআরের হয়েই আইপিএলের মঞ্চ মাতিয়েছেন নীতীশ রানা। দলের সহ-অধিনায়ক তো ছিলেনই, ২০২৩ মরশুমে শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কেকেআরকে নেতৃত্বও দেন নীতীশ। তবে ৩০ বছর বয়সি অলরাউন্ডারকে কেকেআর এবারের মেগা নিলামের আগে রিটেন করেনি। এমনকী নিলামে তাঁকে দলে নেওয়ার জন্য দর পর্যন্ত হাঁকায়নি নাইট শিবির।
তিনি শেষমেশ ৪.২ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে যোগ দেন। সম্ভবত এই ক্ষোভ থেকেই কেকেআরকে নাম না করে নিশানা করেছেন সাঁচি। তিনি ও নীতীশ, উভয়েই কেকেআরকে সোশ্যাল মিডিয়ায় আনফলোও করে দেন। তাঁদের সঙ্গে যে ফ্র্যাঞ্চাইজির সম্পর্কের অবনতির জল্পনা, এর জেরে আরও বৃদ্ধিই পায় বটে। রানাকে না কিনলেও, শ্রেয়স আইয়ারের জন্য ঝাঁপিয়েছিল কেকেআর।
বেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকায় দলে ফিরিয়েওছে নাইট শিবির। রানা কিন্তু ইতিমধ্যেই তাঁর নতুন রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছেন। তারকা ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন দল রাজস্থানের গোলাপি রঙের একটি টি-শার্ট পরে 'রয়্যাল-টি' লিখে পোস্ট করেছেন। নিঃসন্দেহে নিজের নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে মাঠে নামবেন নীতীশ। তিনি কতটা সাফল্য পান, এবার সেটাই দেখার বিষয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন