সমকালীন প্রতিবেদন : পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ম্যাচে ফিরল টিম ইন্ডিয়া। বর্ডার-গাভাসকর ট্রফির লড়াইয়ে যে অস্ট্রেলিয়াকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি নয় ভারত, তা স্পষ্ট হয়ে গেল পার্থের পিচে ভারতীয় বোলারদের দাপট দেখেই। টসে জিতে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। তবে এই রানটাও যে যথেষ্ট, তা বুঝিয়ে দিলেন বুমরাহ, সিরাজ, হর্ষিতরা। কারণ, প্রথম দিনের খেলা শেষে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই অজিরা।
মাত্র ৬৭ রানে ৭ উইকেট খুইয়ে আপাতত ভারতের থেকে তাঁরা ৮৩ রানে পিছিয়ে রয়েছে। শুক্রবার অস্ট্রেলিয়ায় সূর্যোদয় হওয়ার সঙ্গে বেজে ওঠে বর্ডার-গাভাসকর ট্রফির ডঙ্কা। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক জশপ্রীত বুমরাহ। তবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। এদিন ওপেনিংয়ে ব্যর্থ হন যশস্বী জয়সওয়াল। শূন্য রানে তিনি আউট হন।
বিরাটের ব্যাট থেকেও মাত্র ৫ রান আসে। দেবদত্ত পাডিক্কলও খাতা না খুলেই সাজঘরে ফিরে যান। পাশাপাশি, ধ্রুব জুরেল থেকে ওয়াশিংটন সুন্দর- সকলেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন পার্থ টেস্টে। শুধুমাত্র কেএল রাহুলের ব্যাট থেকে এসেছে ২৬ রান, ঋষভের ব্যাট থেকে এসেছে ৩৭ রান এবং নিতীশ কুমার রেড্ডি খেলেছেন ৪১ রানের ইনিংস। শেষমেশ মাত্র ১৫০ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্নছাড়া দেখায় অজি ব্যাটসম্যানদের। প্রথম ওভার থেকেই ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করেন ভারতীয় ফাস্ট বোলাররা। সেই চাপকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে রীতিমতো ধসিয়ে দেন ভারতের অধিনায়ক জশপ্রীত বুমরাহ। ব্যাটিং বিপর্যয়ের পর ভারতকে দায়িত্ব নিয়ে ম্যাচে ফেরান তিনি।
এদিন বুমরাহর প্রথম শিকার হন নবাগত অজি ওপেনার ন্যাথান ম্যাকসুইনি। তারপর মাত্র ৮ রানে তিনি আউট করেন অভিজ্ঞ ব্যাটসম্যান উসমান খোয়াজাকে। পার্থ টেস্টের প্রথম দিনে বুমরাহর তৃতীয় শিকার হন স্টিভ স্মিথ। এরপর ট্র্যাভিস হেডকে বোল্ড করেন হর্ষিত রানা। এরপর থেকে কয়েক ওভার সামলে খেলার চেষ্টা করেও মাত্র ৬ রানে সিরাজের শিকার হন মিচেল মার্স। ২১ তম ওভারে লাবুশেনকে আউট করেন সিরাজ।
তারপর অধিনায়ক কামিন্সকে মাত্র ৩ রানে ফেরান অধিনায়ক বুমরাহ। ভারতের হয়ে অধিনায়ক বুমরাহ নিয়েছেন ৪ টি উইকেট, সিরাজ পেয়েছেন ২ টি উইকেট এবং হর্ষিত রানা পেয়েছেন ১টি উইকেট। প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে ৬৭ রান করেছে। এখনও অজিরা প্রথম ইনিংসে ভারতের থেকে ৮৩ রানে পিছিয়ে রয়েছে। এবার শনিবার কেমন খেলা হয়, সেটাই দেখার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন