সমকালীন প্রতিবেদন : রাস্তার ধারে পড়ে থাকা পাথরের ভেতরে বিষ্ফোরণ ঘটে আহত হল দুই স্কুলপড়ুয়া। তাদের মধ্যে এক ছাত্রের দুটি আঙুলে গুরুতর আঘাত লেগেছে। অন্যজনের আঘাত তুলনায় কম। শুক্রবার দুপুরে বনগাঁ থানার খড়ুয়া রাজাপুর হাইস্কুলের পাশের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়েছে তদন্তে যায় বনগাঁ থানার পুলিশ।
জানা গেছে, রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে 'পথশ্রী ৩' প্রকল্পের মাধ্যমে পশ্চিম খড়ুয়া রাজাপুর থেকে চৈতাপাড়া গ্রাম পর্যন্ত একটি পাকা রাস্তার তৈরির কাজ চলছে। আর সেই কারনে রাস্তার ধারে পাথর রাখা হয়েছে। কাছেই খড়ুয়া রাজাপুর হাইস্কুল। আর সেখানকার পঞ্চম শ্রেণীর দুই ছাত্র শিবা রায় এবং সায়ন চক্রবর্তী এদিন দুর্ঘটনার কবলে পড়ে।
আহত শিবা রায় নামে এক ছাত্র এদিন জানায়, এদিন দুপুর পৌনে ২টো নাগাদ স্কুলের টিফিনের সময় তারা দুই বন্ধু স্কুলের বাইরে বেরিয়ে মাছ ধরা দেখছিল। এই সময় রাস্তার ধারে জমা করা পাথরের ভেতর থেকে একটি তারযুক্ত বস্তু দেখতে পায় তারা। কৌতুহলবসত সেটি টেনে তুলতেই সেটি প্রচন্ড শব্দে ফেটে যায়। আর তাতেই আহত হয় ওই দুই ছাত্র।
বিষ্ফোরণে যে নিজের হাতের আঙুল রক্তাক্ত হয়ে গেছে, তা টেরই পায় নি ছাত্র শিবা রায়। সে ওই অবস্থায় স্কুলে এসে এক শিক্ষককে বিষয়টি বলার সময় ওই শিক্ষক খেয়াল করেন যে, শিবার ডান হাতের একটি আঙুল ঝুলে রয়েছে এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে। এই অবস্থায় দুই ছাত্রকে স্কুলের শিক্ষকেরাই চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। শিবার একটি আঙুলে সেলাই পড়েছে। অন্য ছাত্রের আঘাত তুলনায় কম ছিল।
স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর সরকার জানিয়েছেন, সম্ভবত কোনও ইলেকট্রনিক্স ডিভাইস থেকে এই বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। স্কুলের পক্ষ থেকে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ এসে তদন্ত শুরু করে। কিভাবে এই বিষ্ফোরণের ঘটনা ঘটলো, পুলিশ তা খতিয়ে দেখছে। এদিকে, স্কুল চলাকালীন স্কুলের দুই ছাত্র স্কুলের গেট পেরিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার ঘটনায় স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকেরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন