Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

চোট পেয়ে প্রথম টেস্ট থেকে বাদ তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা

 

Dropped-from-the-first-Test

সমকালীন প্রতিবেদন : বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট শুরুর ঠিক এক সপ্তাহ আগে চোট পেয়ে ছিটকে গিয়েছেন শুভমন গিল। তাঁর জায়গায় কে খেলবেন, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। লড়াই তিন ক্রিকেটারের মধ্যে। কাকে খেলানো যায়, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। আসন্ন এই টেস্টে রোহিত শর্মার খেলার সম্ভাবনা প্রায় নেই। এই অবস্থায় শুভমনও ছিটকে যাওয়ায় ভারতের টপ অর্ডার দুর্বল হয়ে গিয়েছে। 

এমন একজনকে চাই, যিনি ভরসা দিতে পারতেন। তিনজনকে নিয়ে চর্চা চলছে। তাঁরা হলেন অভিমন্যু ঈশ্বরণ, দেবদত্ত পাড়িক্কল এবং সাই সুদর্শন। এর মধ্যে অভিমন্যু অস্ট্রেলিয়া দলে থাকলেও বাকি দু’জন নেই। ভারত ‘এ’ দলে রয়েছেন। পাড়িক্কল বা সুদর্শনের মধ্যে একজনকে অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।

কিন্তু কারা সুযোগ পাবেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বোর্ডের এক সূত্র বলেছে, “কোচ, অধিনায়ক এবং নির্বাচকেরাই এ ব্যাপারে শেষ কথা বলবে। তবে টপ অর্ডারের বিশেষজ্ঞ একজন ব্যাটারকে অস্ট্রেলিয়ায় রেখে দেওয়ার সম্ভাবনা প্রবল। প্রথম টেস্টের জন্য রাখা হবে। অভিমন্যু তো রয়েছেই। সাই বা দেবদত্তের মধ্যে কেউ একজন থেকে যেতে পারে।” 

অর্থাৎ, যিনি এই কথা বলেছেন, তিনিও শুধুমাত্র ইঙ্গিত দিয়েছেন। কার ভাগ্যে শিকে ছিঁড়বে সেটা এখনও অজানা। সেই কারণে এই বিষয়টি নিয়ে জল্পনা, কল্পনা চলছেই। উল্লেখ্য, টপ অর্ডারে খেলার অভিজ্ঞতা দু’জনেরই রয়েছে। পাড়িক্কল প্রধান নির্বাচক অজিত আগরকরের পছন্দের ক্রিকেটার। ইংল্যান্ড সিরিজে খেলেছিলেন। একটি ম্যাচের একটি ইনিংসে ৬৫ রান করেছিলেন। অস্ট্রেলিয়া সফরে ভারত ‘এ’ দলের হয়ে প্রথম ম্যাচে ৮৮ রান করেছিলেন। 

অন্যদিকে, সাই সুদর্শন দু’টি ম্যাচেই তিনে খেলেছেন। দ্বিতীয় ম্যাচে শতরান রয়েছে। তার আগে রঞ্জি ট্রফিতে দ্বিশতরান করেছেন। দলীপ ট্রফি এবং কাউন্টিতেও শতরান রয়েছে। কিন্তু দুজনের মধ্যে কাকে শেষমেষ অস্ট্রেলিয়া পাঠাবে দল? দুজনকে পাঠালেও বাইশ গজে খেলা দেখানোর সুযোগ কে পাবেন? এইসব প্রশ্নের উত্তর মিলবে কয়েকদিন পরেই। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন