Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

গর্ভাবস্থায় মদ্যপান গর্ভস্থ শিশুর ভয়ঙ্কর ক্ষতি করে

 ‌

Drinking-during-pregnancy

সমকালীন প্রতিবেদন : বেশ কিছুকাল ধরেই এই প্রশ্ন পাশ্চাত্যে ঘুরে বেড়াচ্ছিল। শুধু ইউরোপ আমেরিকা কেন,এখন তৃতীয় বিশ্বের দেশগুলিতে অনেক মহিলা নিয়মিত মদ্যপান করেন। স্বাভাবিক কারণেই প্রশ্নটা এখন সমগ্র সমাজের। এই বিষয় নিয়েই বেশ কিছুকাল ধরেই চলেছে গবেষণা।

সম্প্রতি নিউ ইয়র্কের একটি গবেষণাপত্রে সেই সকল প্রশ্নের উত্তর মিলেছে। গবেষণায় উঠে এসেছে, গর্ভাবস্থায় সামান্য থেকে সামান্যতর অ্যালকোহল সেবন আপনার শিশুর মস্তিষ্কের গঠন এবং মস্তিষ্কের বিকাশে কুপ্রভাব ফেলে। ফলে মস্তিষ্কের বিকাশে অনেক সময় লাগে। এছাড়াও, শিশুর শেখার ক্ষমতা, আচরণগত সমস্যা, ভাষার বিকাশে বিলম্বিতা সৃষ্টি করে।

অষ্ট্রিয়ার ‘মেডিক্যাল ইউনিভার্সিটি অফ ভিয়েনা’য় এই গবেষণা চলাকালীন নাম প্রকাশে অনিচ্ছুক এমন ২৪ জন গর্ভবতী মায়ের উপর এই পরীক্ষা করা হয়। যারা গর্ভাবস্থার ২২ থেকে ৩৬ সপ্তাহের মধ্যে ছিলেন। গবেষণার পর ডাক্তার কাস্প্রিয়ান বলছেন, “আমরা শিশুর মস্তিষ্কের সবচেয়ে বড় পরিবর্তন খুঁজে পেয়েছি। শৈশবকালে ওই সকল শিশুর ভাষার বিকাশে যার একটি বড় প্রভাব রয়েছে।

তাই চিকিৎসকমহলের স্পষ্ট অভিমত, গর্ভাবস্থায় অ্যালকোহল সেবন একদম বন্ধ করতে হবে। যে মহিলারা নেশায় আসক্ত, তাদের ক্ষেত্রে কি হবে? এখানেই মানসিক চিকিৎসকেরা বলছেন, সেই আসন্ন মায়ের মাতৃত্বের জায়গাটা যদি বোঝানো যায়, তাহলে সে গর্ভাবস্থায় মদ্যপান করবে না।

সেই আসন্ন 'মা' কে বোঝাতে হবে যে, একজন মায়ের কাছে সন্তানের জন্ম দেওয়ার থেকে বড়ো সৃষ্টি পৃথিবীতে নেই। সেই সন্তান আসলে সেই মায়েরই অংশ। সন্তানের ক্ষতি মানে মায়ের নিজের ক্ষতি। প্রয়োজনে সেই সময় তাঁকে নিয়মিত কাউন্সেলিং করাতে হবে।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন