Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

সমবায় সমিতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ

 ‌

Corruption-allegations

সমকালীন প্রতিবেদন : ‌তৃণমূল পরিচালিত একটি সমবায় সমিতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুললো বিজেপি। এই অনিয়মের অভিযোগ উঠেছে গাইঘাটা ব্লকের ফুলসরা গ্রাম পঞ্চায়েতের ফুলসরা উত্তর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বিরুদ্ধে। আর এই দুর্নীতির অভিযোগ তুলে সরব হল বিজেপি। সমিতির বিরুদ্ধে জমা পড়ল স্মারকলিপি।

বিজেপির অভিযোগ, এই সমবায় সমিতিতে লোন দেবার নামে দুর্নীতি হচ্ছে। সদস্যদের অসম্মানিত করা হচ্ছে। লোন পরিশোধের রসিদে অন্য গ্রাম পঞ্চায়েতের সিল ব্যবহার করা হচ্ছে। নিয়ম ভেঙে একই পরিবারের একাধিকজনকে সমিতির সদস্য করা হচ্ছে। অবৈধভাবে কর্মী নিয়োগ করা হচ্ছে ইত্যাদি।

এব্যাপারে বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের অভিযোগ, এই সমবায় থেকে ওল চাষের নাম করে বেশি টাকা লোন নিয়ে ওলের পরিবর্তে ধান চাষ করা হচ্ছে। পাশাপাশি, লোন পরিশোধ করলেও রিসিভ কপিতে বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের সিল দেওয়া হচ্ছে। এটাও তৃণমূল কংগ্রেসের দুর্নীতির একটি নতুন কৌশল। 

বিজেপি নেতা স্বপন মজুমদারের তুলে ধরা এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে রীতিমত সোরগোল পড়ে গেছে। কারা এর সঙ্গে জড়িত, অবিলম্বে গোটা ঘটনার তদন্ত করে সমস্তটা সামনে আনার কথা বলে সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে এই বিষয় নিয়ে বিজেপি নেতৃত্ব হাইকোর্টেরও দারস্থ হতে পারেন বলে জানান স্বপন মজুমদার।

তবে বিজেপির এই অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছে তৃণমূল। দলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস দাবি করেছেন, তৃণমূল সরকার স্বচ্ছতার সঙ্গে প্রশাসন চালায়। বিজেপির তোলা অভিযোগের কোনও বাস্তবতা নেই। রাজনৈতিক সুবিধা পাওয়ার উদ্দেশ্যে তারা এই ধরনের অভিযোগ তোলে। তবুও বিষয়টি তদন্ত করে যদি কোথাও গলদ ধরা পড়ে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন