সমকালীন প্রতিবেদন : ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে বারবার ব্যর্থ হয়েছেন দলের সিনিয়র ক্রিকেটাররা। স্পিনের বিরুদ্ধে ডাহা ফেল রোহিত শর্মা থেকে বিরাট কোহলি সকলেই। তাঁদের নিয়ে এখন দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। কারণ, বিরাট ও রোহিতের থেকে ভালো রেকর্ড থাকা সত্ত্বেও ভরসাযোগ্য এক সিনিয়র ব্যাটসম্যানকে সুযোগ দিচ্ছে না ক্রিকেট বোর্ড।
আসলে আমরা চেতেশ্বর পূজারার কথা বলছি। সত্যি কথা বলতে, ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা তাঁকে লাগাতার ব্রাত্যদের দলে ঠেলে দিচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করলেও, টিম ইন্ডিয়ায় কিছুতেই সুযোগ পাচ্ছেন না পূজারা। আর এবার তো কিংবদন্তি সুনীল গাভাস্কারও তাঁকে দলে ফেরানোর দাবিতে সরব হয়েছেন।
উল্লেখ্য, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আগামী ২২ নভেম্বর থেকে বর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হতে চলেছে। এই সিরিজ ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জনের জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ। কিন্তু আসন্ন এই সিরিজেও পূজারাকে টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়া হয়নি।
সম্প্রতি, রনজি ট্রফিতেও পূজারা ডবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর ফ্যানেরা আশা করেছিলেন যে, ভারতীয় ক্রিকেট দলে হয়ত আরও একটা সুযোগ তাঁকে দেওয়া হতে পারে। যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূজারার পরিসংখ্যান নিয়ে আলোচনা করতেই হয়, তাহলে সেটা যে বিরাট কোহলির থেকে অনেকটাই ভাল, তা স্বীকার করতেই হবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূজারা এখনও পর্যন্ত ২৫ টেস্ট ম্যাচ খেলেছেন। এরমধ্যে তিনি মোট ২,০৭৪ রান করেছেন। ইতিমধ্যে পূজারার ব্যাট থেকে পাঁচটি সেঞ্চুরি এবং ১১ টি হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। তাই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার করুণ দশা দেখার পরই ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা চেতেশ্বর পূজারাকে দলে ফেরানোর দাবি তুলেছেন। এমনকি ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারও তাঁকে দলে ফেরানোর কথা বলেছেন। এখন দেখার যে, আগামী দিনে পূজারাকে সুযোগ দেওয়া হয় কিনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন