সমকালীন প্রতিবেদন : আইপিএলের ইতিহাসে যা কখনও ঘটেনি, তাই এবার ঘটেছে। তাও আবার গতবারের সফলতম দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গেই ঘটেছে সেই ঘটনা। আসলে গত মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরই কেকেআর ছেড়ে দিয়েছে তাদের দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে।
তবে বিশেষ সূত্রে জানা গেছে যে, কেকেআর নাকি শ্রেয়স আইয়ারকে শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টাই করেছিল। কিন্তু শ্রেয়স আইয়ার নিজে রিটেন হওয়ার জন্য যে বিশাল অঙ্কের টাকা দাবি করেছিলেন দলের কাছে, তা দিতে রাজি হয়নি শাহরুখ খানের নাইট ফ্র্যাঞ্চাইজি। সেই কারণে এবার নিলামের টেবিলে দেখা যাবে প্রাক্তন নাইট অধিনায়কের নাম।
এমনকি নাইট শিবির ছাড়ার পর শ্রেয়সের কাছে একাধিক দলের লোভনীয় অফার এসেছে বলেও জানা গেছে। কিন্তু এখন প্রশ্ন হল যে, শ্রেয়সের অবর্তমানে নাইটদের অধিনায়ক কে হবেন? জানা গেছে, কলকাতা নাইট রাউডার্স নতুন করে অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে।
নিলামের টেবিল থেকে পছন্দ মতো অধিনায়ককে তুলে নিতে হোমওয়ার্ক করছে ম্যানেজমেন্ট। সূত্রের খবর, এবারও কোনো ভারতীয় খেলোয়াড়কে অধিনায়ক করতে চাইবে নাইট শিবির। কেকেআর ভারতীয় অধিনায়ক চাইলে হাতে একাধিক অপশন রয়েছে। কারণ, লখনৌ সুপার জায়ান্টস ছেড়ে দিয়েছে কেএল রাহুলকে, দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে ঋষভ পন্থকে।
এছাড়া, চাইলে নিলামের টেবিলে ফের শ্রেয়স আইয়ারের জন্য ঝাপাতে পারে নাইটরা। সকলেই অধিনায়কত্বে অভিজ্ঞ এবং দায়িত্ব নিয়ে ব্যাট করে থাকেন। আরও ২ জনকে চাইলে অধিনায়ক হিসেবে ভাবতে পারে কেকেআর। তারমধ্যে অন্যতম হল ইশান কিশান। মুম্বই ইন্ডিয়ান্স রিলিজ করেনি ইশানকে। কিপিং, ব্যাটিং থেকে অভিজ্ঞতা সবকিছুই রয়েছে ইশান কিশানের।
অপরজন হলেন কেকেআরের ঘরের ছেলে রিঙ্কু সিং। বিগত কয়েক বছরে নিজেকে প্রমাণ করেছেন এই বাঁহাতি তরুণ তারকা। তিনি দায়িত্ব নিতেও পছন্দ করেন। এই বিষয়ে ঘরোয়া টুর্নামেন্টে অভিজ্ঞতাও হয়েছে যথেষ্ট। শেষ পর্যন্ত নাইটদের সেনাপতি কে হন, সেটাই দেখার। চলতি মাসের শেষেই এর উত্তর পাওয়া যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন