Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

ভেঙ্কটেশ নাকি রাহানে, কে হবেন নাইটদের ক্যাপ্টেন?

 

Captain-of-IPl-teams

সমকালীন প্রতিবেদন : আইপিএল ২০২৫-এর মেগা নিলামের মাধ্যমে নতুন করে দল গড়ে নিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। বেশিরভাগ দলেই হয়েছে বড় পরিবর্তন। কারা হবেন সেই সকল দলের অধিনায়ক, তা নিয়ে জোর জল্পনা চলছে। কারা হতে চলেছেন ১০ দলের অধিনায়ক? তালিকায় রয়েছে বড় চমক। প্রথমেই চেন্নাই সুপার কিংসের কথা বলি। 

এমএস ধোনির ছেড়ে যাওয়া আসনে গতবার থেকেই দায়িত্ব সামলাচ্ছেন তরুণ খেলোয়াড় রুতুরাজ গায়কোয়াড়। ধোনির ছত্রছায়ায় এবার তাঁকেই দেখা যাবে অধিনায়ক হিসেবে। যদি মুম্বই ইন্ডিয়ান্সের কথা বলি, তাহলে মুম্বই গতবার গুজরাত থেকে দলে ফিরিয়ে অধিনায়ক করেছিল হার্দিক পান্ডিয়াকে। 

গত মরশুমে রোহিত-হার্দিক দ্বন্দ্ব নিয়ে জল্পনা ছিল। এবার আর তা নেই। মুম্বইকে এবারও নেতৃত্ব দেবেন হার্দিক। এরপর আসি আরসিবির কথায়। নিলামে সম্পুর্ণ নতুন করে দল গুছিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার আরসিবি দলে বিরাট কোহলি ছাড়া অধিনায়ক হওয়ার মতো খুব একটা বড় নাম নেই। তাই ফের আরসিবির নেতা হতে পারেন কোহলি। 

লখনউ সুপার জায়ান্টসের কথা বললে কেএল রাহুল লখনউ ছাড়ার পর অনেকেই মনে করেছিলেন, রিটেন হওয়া নিকোলাস পুরান এবার এলএসজির অধিনায়ক হবেন। তবে নিলামে ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে কেনেন সঞ্জীব গোয়েঙ্কা। ফলে এখন পন্থই এগিয়ে লখনউ অধিনায়ক হওয়ার দৌড়ে। 

একদিকে নিলামে পন্থ যখন দিল্লি ছেড়ে লখনউতে গিয়েছেন, অপরদিকে এলএসজি ছাড়া কেএল রাহুলকে কিনেছে দিল্লি। ইতিমধ্যেই দিল্লি রাহুলকে যোগ্য সম্মান দেবে বলেও জানিয়েছে। ফলে দিল্লি দলের অধিনায়ক হতে পারেন কেএল রাহুল। সানরাইজার্স হায়দরাবাদের কথা বললে, গতবার সানরাইডার্স হায়দরাবাদের দায়িত্ব নিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। 

এবারও আইপিএলে অজি অধিনায়কই অরেঞ্জ আর্মির লিডার হবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আবার গুজরাত টাইটানসের কথা উঠলে হার্দিক পান্ডিয়া ছেড়ে দেওয়ার পর গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়েছিলেন অপর তারকা ব্যাটার শুভমান গিল। এবার দলের অধিনায়ক হিসেবে গিলের নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। 

এদিকে, নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে নেমেছিল পঞ্জাব কিংস। একাধিক সুপারস্টারকে তারা দলে সামিল করেছে। তারমধ্যে রয়েছেন কেকেআর ছেড়ে আসা শ্রেয়স আইয়ারও। অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে তিনিই। অন্যদিকে, রাজস্থান রয়্যালসকে বিগত কয়েক মরশুম ধরেই দলকে নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু স্যামসন। দলকে ফাইনালেও তুলেছিলেন তিনি। ফলে এবার সঞ্জুই হতে চলেছেন রাজস্থান রয়্যালসের নেতা। 

এদিকে, কেকেআর দলে তেমন কোনও মহাতারকা না থাকলেও মনে করা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং ও অজিঙ্ক রাহানের মধ্যে একজনকে করা হতে পারে অধিনায়ক। অভিজ্ঞতার নিরিখে রাহানে এগিয়ে থাকলেও তাঁর নিজের ব্যাটিং ফর্ম কেমন, সেটাও বড় প্রশ্ন। ফলে ভেঙ্কটেশ আইয়ার এগিয়ে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন