Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

অস্ট্রেলিয়া সিরিজে ওপেনার হিসেবে সুযোগ পেতে পারেন বাংলার অভিমন্যু

 

Australia-series

সমকালীন প্রতিবেদন : পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে চর্চায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অধিনায়ক রোহিত শর্মার উপস্থিতি! 

গত রবিবার একদল ভারতীয় ক্রিকেটার অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন। সোমবার গিয়েছেন বাকিরা। তবে রোহিত শর্মা যাচ্ছেন না অস্ট্রেলিয়ায়। তিনি ভারতেই রয়ে গেলেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ। 

১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। শোনা যাচ্ছে, রোহিত প্রথম টেস্টই নয়, এমনকী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টও নাও খেলতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে, রোহিতের জায়গায় টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন কে হবেন? 

সেই সঙ্গে তাঁর বদলি হিসেবে কেই বা ওপেন করবেন দলের হয়ে? এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার আগে মুম্বইয়ে একটি সাংবাদিক বৈঠক করেছেন জাতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। যদিও তিনি নিশ্চিতভাবে রোহিতের অনুপস্থিতি নিয়ে কথা বলেননি। 

তিনি জানিয়েছেন, 'এই মুহুর্তে, নিশ্চিতভাবে রোহিতের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতির উপর নির্ভর করছে। তারপর আপনাদের জানাবো। আশা করি আমরা রোহিতকে পাব। তবে সিরিজ শুরু হলেই সবটা জানা যাবে।' তবে গম্ভীর এটাও বলেন যে, 'বুমরাহ আমাদের সহ-অধিনায়ক, রোহিতকে পাওয়া না গেলে ও পার্থে নেতৃত্ব দেবে।' 

এছাড়াও, রোহিতের বদলি ওপেনার হিসেবেও তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। গম্ভীর এই বিষয়ে বলেন, 'অভিমন্যু ঈশ্বরন এবং কেএল রাহুল আছে। রোহিতকে পাওয়া না গেলে আমরা প্রথম টেস্ট ম্যাচের আগে সিদ্ধান্ত নেব। এমন তো নয় যে, বিকল্প নেই আমাদের। বেশ কয়েক'টি বিকল্প রয়েছে।' উল্লেখ্য, এখানে ভারতের লক্ষ্য থাকবে চার-শূন্যে সিরিজ জেতা। না-হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে না ভারত। যা আরও চিন্তার গুরু গম্ভীরের কাছে। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন