সমকালীন প্রতিবেদন : কালীপুজোর ভাসানে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠলো তৃণমূল নেতা সহ পাঁচজনের বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বনগাঁ থানার নীলদর্পণ ব্লকের চাঁদা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন স্থানীয়দের একাংশ। অবরোধকারীরা দাবি করেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের নি:শর্ত মুক্তি দিতে হবে। থানার আধিকারিককে ঘটনাস্থলে এসে কথা বলতে হবে। অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
জানা গেছে, এলাকায় একটি কালীপুজো হয়েছিল। শুক্রবার রাতে প্রতিমা ভাসানের জন্য এলাকার মহিলারাও গিয়েছিলেন। ফেরার সময় মহিলাদের দুটি পক্ষের মধ্যে গোলমাল বাধে। অভিযোগ, সেইসময় তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি লালটু বালা সহ বেশ কয়েকজন মিলে এক মহিলাকে উত্তপ্ত করে।
মহিলার অভিযোগ, এর প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাঁর শ্লীলতাহানি করে। এব্যাপারে বনগাঁ থানায় তৃণমূল নেতা সহ ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতে তৃণমূল নেতা লালটু বালা এবং মনোজ বালা, সুজয় বালাকে গ্রেপ্তার করে।
যদিও লালটু বালার পরিজনদের অভিযোগ, মহিলাদের দুপক্ষের মধ্যে গোলমাল সামলাতে গিয়েছিলেন লালটু। তার স্ত্রীর উপর আক্রমন করা হচ্ছিল। স্ত্রীকে রক্ষা করতে গিয়েছিলেন তিনি। লালটুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে বলে তাদের দাবি। লালটুকে মুক্তি দেওয়ার দাবিতে শনিবার সকালে বনগাঁ–বাগদা সড়ক অবরোধ করেন স্থানীয়রা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন