সমকালীন প্রতিবেদন : ভ্রমণে একটা নিজস্ব মজা আছে। সেই ঘুরতে যাওয়া যদি হয় কোনো সমুদ্রে, তাহলে তো কথাই নেই। তবে এবার আইআরসিটিসি এই ভ্রমন পিপাসুদের জন্য আনলো এক সস্তার প্যাকেজ। পরিবার বা বন্ধুদের সাথে দীর্ঘ ছুটিতে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ঘুরতে চান? আইআরসিটিসি নিয়ে এসেছে বিশেষ এলটিসি আন্দামান এয়ার ট্যুর প্যাকেজ।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে অবস্থিত, যা ভারতের একটি সংবেদনশীল পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। এই দ্বীপপুঞ্জের সুনীল সমুদ্র, মনোমুগ্ধকর সমুদ্র সৈকত এবং নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। আন্দামানে ভ্রমণের সময় একদিকে যেমন সমুদ্রের উজ্জ্বল নীল রঙের ভেতর হারিয়ে যাবেন, তেমনি দ্বীপের প্রকৃতির ছোঁয়ায় মন ভরে যাবে।
এই প্যাকেজে যাতায়াত, আবাসন ও খাবার সহ ৫ রাত ও ৬ দিনের ভ্রমণসুবিধা পাবেন। কলকাতা থেকে ফ্লাইটে শুরু হবে এই যাত্রা এবং ভ্রমণে যুক্ত থাকছে আন্দামানের অনেক দর্শনীয় স্থান। আপনি ৫ রাত ও ৬ দিনের এই ভ্রমণ উপভোগ করতে পারবেন। আন্দামান ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। এই সময় আবহাওয়া বেশ মনোরম থাকে, আর সমুদ্র শান্ত থাকে যা নৌযাত্রা ও জলক্রীড়ার জন্য আদর্শ।
আন্দামান দর্শনীয় স্থান —
সেলুলার জেল : স্বাধীনতা সংগ্রামীদের যন্ত্রণার স্মৃতি বহনকারী এই জেল ভারতের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে দর্শনার্থীরা অন্ধকার কুঠুরি ও যন্ত্রণার স্মৃতি সংরক্ষিত দেখতে পাবেন।
হ্যাভলক দ্বীপ : স্বচ্ছ জল, ধবধবে সাদা বালির সমুদ্র সৈকত আর প্রবাল প্রাচীর এই দ্বীপের প্রধান আকর্ষণ। রাধানগর বিচ ও এলিফ্যান্ট বিচ এর জন্য বিশেষভাবে পরিচিত। এখানে স্কুবা ডাইভিং ও স্নরকেলিং অভিজ্ঞতা জীবনে একবার করতেই হয়।
রস দ্বীপ : পোর্ট ব্লেয়ার থেকে নৌকায় রস দ্বীপে পৌঁছানো যায়। ব্রিটিশ ঔপনিবেশিক সময়ের ধ্বংসাবশেষ আজও এই দ্বীপের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। ভগ্নপ্রায় স্থাপনা ও বৃক্ষবেষ্টিত পথ পরিবেশটাকে আরও রহস্যময় করে তোলে।
নীল দ্বীপ : এখানে সমুদ্রের উজ্জ্বল নীল রং দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। স্নরকেলিং ও সাঁতার কাটা যায় এবং প্রবালের নীচে জলজ জীবনের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়।
বরাটাং দ্বীপ : বরাটাং দ্বীপে আদিবাসী জনজাতির জীবনযাত্রা পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়াও এখানে কাদা আগ্নেয়গিরি ও লাইমস্টোন গুহা পর্যটকদের আকর্ষণ করে।
প্যাকেজের মূল্য নির্ভর করে ভ্রমণের পছন্দসই প্যাকেজের উপর। যেমন - সিঙ্গেল অকুপেন্সিতে খরচ হয় ৬৫,২২৫, ডাবল শেয়ারিং এ খরচ হয় ৪৮,১৫৫, ট্রিপল শেয়ারিং এ ৪৬,৪৫৫। ৫-১১ বছরের শিশুদের জন্য ৩৯,২৭৫। ২-৫ বছরের শিশুদের জন্য ৩৫,৮১০।
প্যাকেজে অন্তর্ভুক্ত সুবিধাসমূহ –
এতে থাকছে ফ্লাইটে যাতায়াত, থাকার জন্য হোটেল, খাবার, স্থানীয় দর্শনীয় স্থান ঘুরে দেখার সুবিধা এবং আরও অনেক কিছু। প্যাকেজটি বুক করতে www.irctctourism.com এই লিঙ্কে যান এবং নিজেদের প্যাকেজ বুক করে ঘুরে আসুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন