সমকালীন প্রতিবেদন : কোনও দলই চাইবে না আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরেই নিজেদের স্কোয়াড আমূল বদলে ফেলতে। কেকেআরও ব্যতিক্রমী নয়। তবে এবছর যেহেতু আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে, তাই স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারকে ছেড়ে দেওয়া ছাড়া উপায় ছিল না।
অবশ্য কলকাতা নিশ্চিতভাবেই চাইবে আসন্ন আইপিএল নিলাম থেকে পুরনো স্কোয়াডের যত বেশি সম্ভব ক্রিকেটারকে দলে ফেরাতে। এক্ষেত্রে ছেড়ে দেওয়া কোন তিন বিদেশি ক্রিকেটারকে কলকাতা দলে ফেরানোর চেষ্টা করতে পারে, দেখে নেওয়া যাক তালিকা। আইপিএল ২০২৪-এ যেরকম ধ্বংসাত্মক পারফর্ম্যান্স উপহার দেন ফিল সল্ট এবং এই মুহূর্তে টি-২০ ক্রিকেটে যে রকম বিধ্বংসী ফর্মে রয়েছেন তিনি, তাতে ব্রিটিশ তারকাকে নিলাম থেকে দলে ফেরাতে চাইবে কলকাতা।
সল্টকে দলে নেওয়া মানে একই সঙ্গে ওপেনার ও উইকেটকিপার নিয়ে দুশ্চিন্তা দূর হবে কেকেআরের। এছাড়াও, আফগান উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকেও আইপিএল ২০২৫-এর মেগা নিলাম থেকে দলে ফেরাতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। গুরবাজ অত্যন্ত কার্যকরী ক্রিকেটার হলেও লো প্রোফাইল।
কেকেআর ব্যাকআপ কিপার হিসেবে আফগান তারকাকে দলে রাখতে চাইবে। কোনও কারণে সল্টকে পাওয়া না গেলে গুরবাজ একই সঙ্গে দলের ওপেনিং ও কিপিং সমস্যার সমাধান করতে পারেন। তাছাড়া, রহমানউল্লাহর জন্য খুব বেশি অর্থ খরচ করতে হবে বলে মনে হয় না। পাশাপাশি, তরুণ আফগান স্পিনার গজনফরকে এবছর নিলাম থেকে দলে ফেরানোর চেষ্টা করতে পারে কলকাতা নাইট রাইডার্স।
গজনফরকে নিয়ে নিলামে বিশেষ টানাটানি নাও হতে পারে। সেক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময় এই ক্রিকেটারকে নিতান্ত সস্তায় পেয়ে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স। উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্স এবছর আইপিএল নিলামের আগে তাদের স্কোয়াডে ধরে রেখেছে দুই বিদেশি তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে।
এছাড়া, কেকেআর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রিটেন করেছে রিঙ্কু সিং, রমনদীপ সিং, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তীকে। এখন নাইটরা চাইবে, গতবারের মতো ব্যালেন্সড দল তৈরি করতে। সেই বিষয়ে এবার নিলামে কাদের কেনে ফ্র্যাঞ্চাইজি, সেদিকেই চোখ থাকবে সমর্থকদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন