Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২ অক্টোবর, ২০২৪

সুনীল গাভাসকর সহ সাত তারকার রেকর্ড ভাঙলেন যশস্বী জয়সওয়াল

 

Yasswi-Jaiswal

সমকালীন প্রতিবেদন : ২০২৪ সালে এখনও পর্যন্ত টেস্টে সব থেকে বেশি রান করা ভারতীয় ক্রিকেটার হলেন যশস্বী জয়সওয়াল। চলতি ক্যালেন্ডার বর্ষে তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই ১০০০ রানের গণ্ডি টপকেছেন যশস্বী। 

তিনি ছাড়া এবছর এখনও পর্যন্ত এই কৃতিত্ব অর্জন করতে পারেননি আর কোনও ভারতীয় তারকা। তবে এর মাঝেই এক নতুন রেকর্ড গড়লেন যশস্বী। সদ্যসমাপ্ত ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে ধুনাধার ব্যাটিং করে যশস্বী বুঝিয়ে দিলেন যে, শুধু নামেই নন, কাজেও তিনি যশস্বী। 

ইতিমধ্যে, বছর বাইশের এই ভারতীয় ক্রিকেটার কিংবদন্তি সুনীল গাভাসকর এবং আরও ছয় নক্ষত্রের নাম মুছে দিলেন রেকর্ড থেকে। বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৭২ ও ৫১ রান করে যশস্বী হয়েছেন ম্যাচের সেরা। 

তবে সেই সঙ্গে এই একজোড়া হাফ-সেঞ্চুরির জেরে তিনি সর্বকালের একটি বিরল টেস্ট রেকর্ড ভেঙে দিলেন। ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে এক বছরে সর্বাধিক ফিফটি প্লাস স্কোর করলেন তিনি। একইসঙ্গে ২৩ বছরে পা দেওয়ার আগেই এক বছরে টেস্টে সর্বাধিক রান করা ভারতীয় হয়ে গেলেন যশস্বী। 

লাল বলের ক্রিকেটে চলতি বছরে তাঁর ঝুলিতে চলে এল ৯২৯ রান। ১৯৭১ সালের শুরুতে গাভাসকরের ছিল ৯১৮ রান! জীবনের প্রথম ১০ টেস্ট ম্যাচে এতদিন পর্যন্ত সর্বাধিক রান ছিল সানির। তিনি ৯৭৮ রান করেছিলেন। যেখানে ১০ টেস্ট খেলে যশস্বীর ঝুলিতে এসেছে ১০৯৪ রান।

উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করার সুবাদে ২০২৩ সালের জুলাই মাসে যশস্বীর টেস্ট অভিষেক হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অভিষেক সিরিজে ১৭১ রানের ইনিংস খেলে যশস্বী বুঝিয়ে দিয়েছিলেন যে, তাঁকে নিয়ে এবার মাথা ঘামাতেই হবে। 

এরপর তিনি ইংল্যান্ডের বিরুদ্ধেও রেকর্ডের সিরিজ খেলেছিলেন। ৫ ম্যাচে ৭১২ রান করেছিলেন। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এক টেস্ট সিরিজে ৭০০ রান করে চলে গিয়েছিলেন এলিট ক্লাবে। আর এবার তিনি লিখলেন এক নতুন ইতিহাস। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন