সমকালীন প্রতিবেদন : ফুটবল হোক বা ক্রিকেট- যেকোনো খেলোয়াড়ের কাছে বিশ্বকাপ জয় হল একটু স্বপ্নপূরণের মতো। যেভাবে কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনো তাঁর কেরিয়ারে বিশ্বকাপ জয়ের আনন্দ উপভোগ করতে পারেননি, সেভাবে অনেক কিংবদন্তি ক্রিকেটারও বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি।
জানলে অবাক হবেন যে, এই তালিকায় সৌরভ গাঙ্গুলী থেকে এবি ডিভিলিয়ার্স- অনেক সুপারস্টারের নাম রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এইসব অভাগা ক্রিকেটার সম্পর্কে, যাঁরা কোনোদিন বিশ্বকাপ জিততে পারেননি।
তালিকার প্রথমেই নাম নিতে হয় কিংবদন্তি কিউয়ি ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালামের। তিনি বর্তমানে ইংল্যান্ড টেস্ট দলের কোচ। ম্যাকালাম নিজেও বিধ্বংসী ব্যাটার এবং দক্ষ উইকেটকিপার ছিলেন। নানা নজির রয়েছে তাঁর। ২০১৫ সালে বিশ্বকাপের আক্ষেপটাও মিটতে পারত। যদিও শেষ অবধি বিশ্বকাপ জেতা হয়নি তাঁর।
এছাড়াও, বিশ্ব ক্রিকেট তথা, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ'ও কোনোদিন বিশ্বকাপ জিততে পারেননি। বিশ্বকাপ জয় দূর অস্ত, কখনও বিশ্বকাপের স্কোয়াডেই সুযোগ পাননি ভিভিএস লক্ষ্মণ। কারণ, তাঁর নামের পাশে যেন অজান্তেই জুড়ে গিয়েছিল টেস্ট স্পেশালিস্টের তকমা।
তালিকার আরেক অভাগা ক্রিকেটার হলেন অনিল কুম্বলে। তাঁর মতো ক্রিকেটার বিশ্ব ক্রিকেটে খুব কমই এসেছে। টেস্টে ভারতের সর্বাধিক উইকেট শিকারি কিংবদন্তি কুম্বলে। ভারতীয় দলের কোচ হিসেবেও সাফল্য পেয়েছেন। কিন্তু কেরিয়ারে বিশ্বকাপ জেতা হয়নি কুম্বলের।
তবে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে দীর্ঘ সময় পর ২০০৩ সালে একদিনের বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। ১৯৮৩-র পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের খুব কাছে পৌঁছেছিল ভারত। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার ফলে কিংবদন্তি সৌরভেরও বিশ্বকাপ জয় অধরাই থেকে গিয়েছে।
পাশাপাশি, বিশ্বকাপ না জেতার আক্ষেপ বয়ে বেড়িয়েছেন রাহুল দ্রাবিড়ও। ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। ২০০৭ সালে তাঁর নেতৃত্বে বিশ্বকাপ খেলেছিল ভারত। সেবার প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল দল। মডার্ন ডে ক্রিকেটের অনেকেই যাঁকে আদর্শ করেন, তিনি এবি ডিভিলিয়ার্স।
মিস্টার ৩৬০ ডিগ্রি এবিডি-র কেরিয়ারে বড় আক্ষেপ, বিশ্বকাপ জিততে না পারা। তিনি ছাড়াও তাঁর দেশের আরেক কিংবদন্তি জ্যাক কালিসের কোনোদিন বিশ্বকাপ জয় হয়নি। যদি তাঁদেরকে বাদও দেওয়া হয় তাহলে, কিংবদন্তি ক্রিকেটার হয়েও বিশ্বকাপ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা।
সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যান হয়েও এই আক্ষেপ লারাকে বয়ে বেড়াতে হয়। পাশাপাশি, পাকিস্তানের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতারও কোনোদিন বিশ্বকাপ জিততে পারেননি। আরো অনেকেই রয়েছেন, যাঁরা এই সাফল্য স্পর্শ করতে পারেননি। সেই তালিকা নিতান্তই অনেক লম্বা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন