Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

কানপুর টেষ্টে বাংলাদেশকে হেলায় হারালো ভারতীয় দল

 

Test-win-for-India

সমকালীন প্রতিবেদন : বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও জয়ী হলো ভারত। পাঁচদিনের গোটা টেস্টে প্রায় তিন দিনই খেলা হয়নি বাকি দুদিনের মধ্যে গোটা টেস্ট ম্যাচ টাই হাসতে হাসতে জয়ী হলো ভারতীয় ক্রিকেট দল পঞ্চম দিনে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ৭ উইকেটে জয়ী হলো ভারত। 

কানপুর টেস্টে ভারতের এই জয়ে ‌মিইয়ে গেল টাইগারদের গর্জন। আর হাড়ের পর ভাগ্যকে দোষারোপ করে নিজেদের মনকে বোঝানোর চেষ্টা করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

কানপুর টেস্টে মোট ১৭৩.২ ওভার খেলা হয়েছে। ওভারের দিক থেকে হিসাব করলে গোটা পাঁচ দিনের ক্রিকেট টেস্ট ম্যাচের মধ্যে দুদিনও পুরোপুরি খেলা হয়নি। এই অল্প সময়ের মধ্যে ভারতের বিরুদ্ধে হেরে বাংলাদেশের অপমানের পারদ আরো চড়বে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞ মহল। 

যদিও এই হারের পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বক্তব্য, 'এই টেস্ট ম্যাচে আমরা একেবারেই ভালো ব্যাটিং করতে পারিনি।' ভারতের দুই ব্যাটারের প্রশংসা করে এদিন শান্ত বলেন, 'দুটি ইনিংসেই আমরা যে খারাপ বোলিং পারফরম্যান্স করেছি তারই ফলস্বরূপ আমাদের এইভাবে হারতে হয়েছে।'

এই টেস্ট ম্যাচ জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর পয়েন্টস টেবিলে ভারতীয় দল নিজেদের শীর্ষস্থান ধরে রাখল অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দল পয়েন্টস টেবিলের ৭ নম্বরে নেমে গেল। 

সম্প্রতি পাকিস্তানের লাহোরে পাকিস্তান ক্রিকেট দলকে হোয়াইটওয়াস করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। আর সেই জয়ের গর্বে তারা বড় ধাক্কা খেলো ভারতের মাটিতে। ভারতের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচেই খুব খারাপ ভাবে হারলো বাংলাদেশ দল।

প্রসঙ্গত উল্লেখ্য, বৃষ্টির কারণে কানপুরের এই টেস্ট ম্যাচ আদৌ অমীমাংসিত থাকবে কিনা, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। অবশেষে টাইগার বাহিনীকে হেলায় হারালো ভারতীয় দল। প্রথম টেস্টে চেন্নাইতে ২৮০ রানের একটা বিশাল ব্যবধানে বাংলাদেশকে কার্যত উড়িয়ে দিয়ে জয়লাভ করেছিল ভারতীয় ক্রিকেট দল।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন